Tuesday, May 13, 2025

হিজাব বিরোধী আন্দোলনে বড় জয়, ইরানে ‘নীতি পুলিশ’ প্রত্যাহারের সিদ্ধান্ত প্রশাসনের

Date:

লাগাতার হিজাব বিরোধী আন্দোলনের(Hijab Protest) পর কিছুটা হলেও জয়ের স্বাদ পেলেন ইরানের(Iran) মহিলারা। গত দুমাস ধরে লড়াইয়ের পর ইরান সরকারের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়েছে, প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ইরানের সেই নীতি পুলিশ।

ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ সূত্রে জানা গিয়েছে এমনটাই। ইরান সরকারের অ্যাটর্নি জেনারেলের একটি উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, ইরানের নীতি পুলিশ ‘গস্ত-এ-এরশাদ’কে প্রত্যাহার করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল মহম্মদ জাফর মন্তেজারি ওই সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এই নীতি পুলিশেরা ইরানের বিচারব্যবস্থার অংশ ছিল না কোনও দিনই। তাদের ইতিমধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, পোশাক বিধি না মানার জন্য এই নীতি পুলিশের মারেই মৃত্যু হয়েছিল তরুণী মাহাসা আমিনির। এরপরই ইরানের মহিলারা আন্দোলনে নামেন এই নীতি পুলিশের বিরুদ্ধে। ব্যাপক এই আন্দোলন মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা ইরানে। আন্তর্জাতিক স্তর থেকেও সমর্থন জানানো হয় এই আন্দোলনকে। প্রবল চাপের মুখে পড়ে অবশেষে কিছুটা হলেও পিছু হঠল ইরান সরকার।

উল্লেখ্য, ইরানের এই নীতি পুলিশকে বলা হয় ‘গস্ত-এ-এরশাদ’। যার অর্থ ‘পথপ্রদর্শক বাহিনী’। ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের উদ্যোগে ২০০৬ সাল থেকে শুরু হয়েছিল এই নীতি পুলিশের কর্মকাণ্ড। জানানো হয়নি এই নীতি পুলিশের কাজ হবে ইরানের হিজাব সংস্কৃতি রক্ষা করা। এবং মেয়েদের ‘শালীনতার পাঠ’ দেওয়া। তবে শালীনতার পাঠ এমন পর্যায়ে পৌঁছয় যে সামান্য ভুলচুকে অত্যাচার চরম আকার ধারণ করে। তরুণী মাহাসা আমিনের মৃত্যুর পর এদের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন ইরানের মহিলারা। তাঁদের আন্দোলনেই এবার কিছুটা হলেও পিছু হটল ইরান প্রশাসন।

Related articles

ঝড়-বৃষ্টির দাপট! মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ শ্রমিক

বাঁকুড়ায় কাজ করতে গিয়ে ঝড়ের জেরে মৃত্যু হল ২ শ্রমিক। মঙ্গলবার সকালে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে গিয়ে...

পুত্র-সুখ পাইনি, পুত্র-শোক পেলাম: প্রতীমকে হারিয়ে আক্ষেপ দিলীপ ঘোষের

রিঙ্কু মজুমদারকে বিয়ে করার পর তাঁর পুত্র প্রতীমকেও আপন করে নেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...

১ জুন থেকে ট্রাফিক লঙ্ঘনে বন্ধ কাগজের চালান! বাধ্যতামূলক হচ্ছে ‘সংযোগ’ পোর্টাল

আগামী ১ জুন থেকে রাজ্যজুড়ে ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে আর হাতে লেখা কাগজের চালান কাটা হবে না। রাজ্য...

বুধ-বৃহস্পতিবারের মধ্যেই নাইট শিবিরে যোগ রাসেল সহ বাকি বিদেশিদের

আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএল(IPL)। সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই আইপিএলের(IPL) পরিবর্তিত সূচী ঘোষণা...
Exit mobile version