Wednesday, May 14, 2025

হিজাব বিরোধী আন্দোলনে বড় জয়, ইরানে ‘নীতি পুলিশ’ প্রত্যাহারের সিদ্ধান্ত প্রশাসনের

Date:

লাগাতার হিজাব বিরোধী আন্দোলনের(Hijab Protest) পর কিছুটা হলেও জয়ের স্বাদ পেলেন ইরানের(Iran) মহিলারা। গত দুমাস ধরে লড়াইয়ের পর ইরান সরকারের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়েছে, প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ইরানের সেই নীতি পুলিশ।

ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ সূত্রে জানা গিয়েছে এমনটাই। ইরান সরকারের অ্যাটর্নি জেনারেলের একটি উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, ইরানের নীতি পুলিশ ‘গস্ত-এ-এরশাদ’কে প্রত্যাহার করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল মহম্মদ জাফর মন্তেজারি ওই সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এই নীতি পুলিশেরা ইরানের বিচারব্যবস্থার অংশ ছিল না কোনও দিনই। তাদের ইতিমধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, পোশাক বিধি না মানার জন্য এই নীতি পুলিশের মারেই মৃত্যু হয়েছিল তরুণী মাহাসা আমিনির। এরপরই ইরানের মহিলারা আন্দোলনে নামেন এই নীতি পুলিশের বিরুদ্ধে। ব্যাপক এই আন্দোলন মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা ইরানে। আন্তর্জাতিক স্তর থেকেও সমর্থন জানানো হয় এই আন্দোলনকে। প্রবল চাপের মুখে পড়ে অবশেষে কিছুটা হলেও পিছু হঠল ইরান সরকার।

উল্লেখ্য, ইরানের এই নীতি পুলিশকে বলা হয় ‘গস্ত-এ-এরশাদ’। যার অর্থ ‘পথপ্রদর্শক বাহিনী’। ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের উদ্যোগে ২০০৬ সাল থেকে শুরু হয়েছিল এই নীতি পুলিশের কর্মকাণ্ড। জানানো হয়নি এই নীতি পুলিশের কাজ হবে ইরানের হিজাব সংস্কৃতি রক্ষা করা। এবং মেয়েদের ‘শালীনতার পাঠ’ দেওয়া। তবে শালীনতার পাঠ এমন পর্যায়ে পৌঁছয় যে সামান্য ভুলচুকে অত্যাচার চরম আকার ধারণ করে। তরুণী মাহাসা আমিনের মৃত্যুর পর এদের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন ইরানের মহিলারা। তাঁদের আন্দোলনেই এবার কিছুটা হলেও পিছু হটল ইরান প্রশাসন।

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version