Thursday, August 28, 2025

বাড়ির পরিচারিকাদের ন্যূনতম বেতনক্রম ঠিক করে দেবে রাজ্য সরকার !

Date:

যৌথ পরিবার (Joint Family) হোক বা নিউক্লিয়ার ফ্যামিলি , বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং বাড়ির লোকেদের হাতে হাতে নানা কাজে সাহায্য করার জন্য প্রত্যেক বাড়িতেই পরিচারক বা পরিচারিকাদের দেখা যায়। সোজা ভাষায় যাদেরকে কাজের লোক (Domestic Workers) বলা হয়। আর এইসব কর্মীদের নিয়ে সমস্যার অভিযোগের শেষ নেই। কোথাও হাড়ভাঙ্গা পরিশ্রম করেও ভাল মাইনে (Salary) মেলেনা, কোথাও আবার বিশ্বস্ত কাজের লোক পাওয়া দুষ্কর হয়ে ওঠে। সবথেকে বেশি সমস্যা হয়ে দাঁড়ায় মাসের শেষে বাড়ির পরিচারক বা পরিচারিতাকে কত টাকা দিতে হবে তা নিয়ে দর কষাকষিতে। এবার এই দায়িত্ব নিজের কাধে তুলে নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এবার থেকে রাজ্য সরকার (State Government)ঠিক করে দেবে কাজের লোকেদের ন্যূনতম বেতনক্রম (minimum salary scale) কত হবে।

রাজ্যে সব মিলিয়ে প্রায় ৫০ লক্ষ মহিলা ও পুরুষ গৃহ-পরিচারিক বা পরিচারিকা হিসেবে কাজ করেন। তাঁদের বেশির ভাগই অত্যন্ত দরিদ্র পরিবারের। তাঁদের স্বার্থেই রাজ্য সরকার (Government of West Bengal) ন্যূনতম মজুরি নির্ধারণ করতে চাইছে। সম্ভবত আসন্ন পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগেই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনেকেই বলছেন ফের মানবিক মুখ্যমন্ত্রীর (CM) কল্যাণে বড় সুবিধা পেতে চলেছেন রাজ্যের এক শ্রেণীর মানুষ। ১৯৪৮ সালের শ্রম আইনের(Labour Act 1948) মাধ্যমে রাজ্য সরকারগুলিকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও মজুরদের জন্য নূন্যতম বেতন কত হবে তা বেঁধে দিতে পারে সরকার। সেই পথে হেঁটেই এবার বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। বাড়ির কাজের লোক ছাড়াও বিদ্যুত্‍ উত্‍পাদন কেন্দ্রের অস্থায়ী শ্রমিক, বিদ্যুত্‍ সরবরাহের লাইনে কর্মরত অসংগঠিত শ্রমিক, রেডিমেড পোশাকের উত্‍পাদনের সঙ্গে জড়িত কর্মী, ঠান্ডা পানীয়ের উত্‍পাদনের সঙ্গে জড়ির শ্রমিক, বিস্কুট কারখানার অস্থায়ী শ্রমিক, আয়ুর্বেদ ও হোমিয়োপ্যাথি ওষুধ উত্‍পাদনের ক্ষেত্রের অস্থায়ী কর্মীদের বেতনও এবার ঠিক করে দেবে রাজ্য সরকার। এই বিষয়ে রাজ্যের শ্রম দফতরের (State Labor Department) আধিকারিকরা বলছেন রাজ্য সরকারের আসল লক্ষ্য হল সাধারণ মানুষ যাতে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধে এবং পরিষেবা পান সেদিকে নজর দেওয়া। যাতে রাজ্যের কোনও মানুষ বঞ্চিত না হন সেইদিকে সর্বদাই সজাগ দৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের । সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে ৩০ লক্ষের মতো গৃহ-পরিচারিকা রয়েছেন। ২০ লক্ষ পুরুষ গৃহ পরিচারক রয়েছেন। নতুন নিয়মে তাঁরা সবাই উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version