Friday, August 22, 2025

ফের পারদ পতন! মরসুমের শীতলতম দিনে ভিড় ভিক্টোরিয়া -চিড়িয়াখানায়

Date:

Share post:

মাঝে কয়েকদিন ছন্দপতন হয়েছিল। স্বাভাবিকের তুলনায় খানিক বেড়ে গিয়েছিল তাপমাত্রার পারদ। তবে তা ছিল ক্ষণিকের। গত বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে হু হু করে নামছে তাপমাত্রার পারদ। শনিবারের পর রবিবারও কমল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরশুমের এটাই শীতলতম দিন। সকালের দিকে হালকা কুয়াশাও চাদরও দেখা গিয়েছে।পাশাপাশি ভালোই শীত অনুভূত হচ্ছে।

আরও পড়ুন:Weather Update : এই মরশুমের শীতলতম দিন ! ফের ফিরল ঠান্ডার আমেজ

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার দিনভর আকাশ শুষ্ক থাকবে। সেইসঙ্গে বইবে উত্তুরে শীতল হাওয়া। যার জেরে পশ্চিমের জেলাগুলিতে তো বটেই কলকাতাতেও ভালোই শীতের আমেজ উপভোগ করবে রাজ্যবাসী। আজ, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাবে। জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রা অবশ্য কলকাতার তুলনায় আরও খানিকটা কম হবে।
এদিকে সপ্তাহান্তে শীত শীত ভাব আসতেই ভিক্টোরিয়া থেকে চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন দূর-দূরান্ত থেকে আসা বহু মানুষ। এই মরসুমে এখনও পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রায় কলকাতা পৌঁছল রবিবার।এ দিন কলকাতার তাপমাত্রা নেমে গেল ১৬ ডিগ্রির নীচে। এই মরসুমে এই প্রথম বার। আগামী দু’এক দিন এই রকমই থাকবে শহরের আবহাওয়া, জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।

পারদের এই পতনে পর্যটনপ্রেমী বাঙালি প্রত্যাশিত ভাবেই খুশি। কলকাতার সঙ্গে দার্জিলিঙেও পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো বাড়ছে। শুধু বাঙালি নয়, ভিনরাজ্য থেকে এবং বিদেশ থেকেও পর্যটকরা শৈলশহরে ভিড় জমাতে শুরু করেছেন।

spot_img

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...