Saturday, November 8, 2025

জলপাইগুড়িতে উদ্ধার বিপুল টাকা: মানি,গুনস অ্যান্ড গানস ফর বিজেপি’ দাবি মুখ্যমন্ত্রীর 

Date:

চারদিনের সফরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী সাফ জানান, জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন তিনি। তবে জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিলেও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কোনও বৈঠক হবে না। একই সঙ্গে মমতা জানিয়েছেন, দিল্লিতে তাঁর সফর চলাকালীনই রাজস্থানের দুই তীর্থক্ষেত্র অজমেঢ় এবং পুষ্কর ঘুরে আসবেন তিনি।

আরও পড়ুন:Gujrat: ভোট দিতে গিয়ে মোদির রোড শোর বিরুদ্ধে সরব মমতা, কমিশনে আপ-কংগ্রেস

এদিন জলপাইগুড়ি থেকে বিপুল পরিমাণ উদ্ধার হওয়া টাকা নিয়েও বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,মুখ্যমন্ত্রী বলেন, “হাওয়ালার টাকা। বিজেপি রাজ্যে আনছিল। মানি, গুনস অ্যান্ড গানস ফর বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় টাকা পাচার করা হচ্ছিল।”

এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি মঙ্গলবার আজমের শরিফ এবং পুষ্করে যাব। আমার মনে আছে, যখন আমি রেলমন্ত্রী ছিলাম, তখন এই দু’টি প্রজেক্ট পাশ করিয়েছিলাম। আমার দিকে আঙুল তোলা হয়েছিল। বলা হয়েছিল এটা সাম্প্রদায়িক পদক্ষেপ। কিন্তু, হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের জন্যই এই প্রজেক্ট ছিল। স্বপ্নের প্রজেক্ট ছিল আমার। মঙ্গলবার আমার কোনও কর্মসূচি নেই। আমি তো রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার জন্য সেভাবে কোথাও যেতে পারি না। তাই এবার সুযোগ পেয়েছি, ঘুরে আসব।”

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version