Thursday, August 28, 2025

Gujrat: ভোট দিতে গিয়ে মোদির রোড শোর বিরুদ্ধে সরব মমতা, কমিশনে আপ-কংগ্রেস

Date:

গুজরাট ভোটে(Gujrat Election) বিতর্ক তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। দ্বিতীয় দফার ভোটে এদিন সকালে ভোট দিতে গিয়ে রীতিমতো প্রচারের মতো রোড শো করতে দেখা গেল নরেন্দ্র মোদিকে। বেআইনি ভাবেন এই রোড শোর বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি নরেন্দ্র মোদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে আম আদমি পার্টি(AAP) এবং কংগ্রেস(Congress)।

সোমবার আমেদাবাদের এক স্কুলে নিজের ভোট দিতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকলের মতো ভোটের লাইনে দাঁড়িয়েই ভোট দেন তিনি। তবে ভোটদানের পর সাধারণ মানুষের কাছে তিনি আবেদন জানান, সকলকে ভোট দানের জন্য। তবে বিতর্ক শুরু হয় মোদি ভোট দিতে আসা এবং যাওয়ার সময় রীতিমতো রোডশোর মতো পরিস্থিতি তৈরি হয়। অনেকটা দূর থেকে পায়ে হেঁটেই এদিন ভোটকেন্দ্রে যান নরেন্দ্র মোদি। তাঁকে দেখতে রাস্তার পাশে ভিড় জমান অসংখ্য মানুষ। ফলে মোদির যাত্রাপথ তৈরি হয় রোড শোতে। যাওয়ার পথে হাত নেড়ে মানুষকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ভোট দিয়ে ফেরার পথে নিজের দাদা সোমা মোদির বাড়ি পর্যন্ত হেঁটে যান প্রধানমন্ত্রী। তখনও দেখা যায় রাস্তার ধারে বহু মানুষের ভিড়। যা টেলিভিশনের পর্দায় সরাসরি দেখানোও হয়। এরপরই ভোট কেন্দ্রে মোদির বিরুদ্ধে প্রচারের অভিযোগে সরব হয় বিরোধীরা।

নরেন্দ্র মোদির এহেন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন, “ভোটের দিন রোড শো করাটা নির্বাচন কমিশনের (Election Commission) নিয়মের বিরোধী। এসব ব্যান করা উচিত। কিন্তু বিজেপি তো কোনও কিছুকেই পরোয়া করে না।”

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version