Thursday, November 6, 2025

ছোট থেকে একসঙ্গে বড় হয়েছেন। বিয়ের (Marriage) পরেও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন দুই বোন। তবে দুজনেই যে একজনকে মন দিয়ে বসবেন, তা বোধহয় কেউ কখনও ভাবেননি। তবে যখন তাঁরা জানতে পারলেন যে তাঁদের ভালবাসার মানুষ একজনই, তখন দুজনেই অতুলকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাঁদের সিদ্ধান্তে অমত করেননি পিঙ্কি-রিঙ্কির (Pinki and Rinky) মা এবং অতুলের পরিবারও (Atul’s Family)। ফলে একেবারে রীতি-রেওয়াজ মেনে গাঁটছড়া বেঁধে, ৩৬ বছর বয়সি অতুলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন পিঙ্কি ও রিঙ্কি। যদিও আইনের কাছে পার পায়নি যমজ বোনের ভালবাসা। শনিবারই গ্রেফতার করা হয়েছে অতুল নামের ওই ব্যক্তিকে। একসঙ্গে দু’জনকে বিয়ে করা আইনত অপরাধ, এই কারণ দেখিয়েই গ্রেফতার করা হয় তাঁকে।

বাবার মৃত্যুর পর অসহায় মা ও দুই বোনের পাশে এসে দাঁড়িয়েছিলেন। মায়ের অসুস্থতার সময় হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্নরকম সাহায্য, দুই বোন, পিঙ্কি ও রিঙ্কির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অতুল। স্বাভাবিকভাবেই অতুলের সহৃদয়তায় তাঁকে মন দিয়ে বসেন যমজ দুই বোন। তবে এটা নিয়ে দুই বোনের মধ্যে কোনও গন্ডগোল হয়নি, কেউ কারও জন্য ভালবাসা ত্যাগও করেননি, বরং অতুলকে একসঙ্গে বিয়ে করলেন দুই বোন। আর তাঁদের বিয়েতে সমর্থন জানিয়েছে দুই পরিবার। অভিনব এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সোলাপুরে (Maharashtra Solapur)।

মহারাষ্ট্রের সোলাপুরের আকলুজ গ্রামের যমজ বোন পিঙ্কি ও রিঙ্কিকে অনেকটা একইরকম দেখতে। পেশাগত (Profession) দিকও রয়েছ মিল। দু’জনেই পেশায় আইটি ইঞ্জিনিয়ার। মুম্বাইয়ে কাজ করেন দুই বোন। তবে আপাতদৃষ্টিতে দেখলে বোঝা অসম্ভব, কে রিঙ্কি আর কে পিঙ্কি। তারইমধ্যে দু’জনেরই একই যুবককে মনে ধরে। সেইমতো অতুল নামে ওই যুবককে একইসঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেন যমজ বোন।  মহারাষ্ট্রের সোলাপুর জেলার মালশিরাস তালুকের বাসিন্দা অতুল। তাঁর ট্রাভেল এজেন্সির ব্যবসা (Travel Agency Business)। তাঁদের বাবার মৃত্যুর পর মা অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অতুলের থেকেই গাড়ি নিতেন পিঙ্কি ও রিঙ্কি। সেই সূত্রেই অতুলের সঙ্গে তাঁদের পরিচয়। ধীরে-ধীরে তাঁদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে।

হিন্দু বিবাহ আইন (Hindu Marriage Act) অনুসারে, কোনও ব্যক্তির প্রথম স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয় বিয়ে করা যায় না। সুতরাং, দুই বোনকে বিয়ে করা নিয়ে অতুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ৪৯৪ ধারা অনুসারে অতুলের বিরুদ্ধে অকলুজ থানায় মামলা দায়ের হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version