Thursday, August 21, 2025

ভুয়ো শিক্ষকদের “তালিকা”য় নাম! নন্দীগ্রামের স্কুল শিক্ষিকার রহস্যমৃ*ত্যু

Date:

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে থেকে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার হল। শিক্ষিকার নাম টুম্পারানি মণ্ডল পড়ুয়া (৩০)। জানা গিয়েছে, তিনি নন্দীগ্রামের দেবীপুর মিলন বিদ্যাপীঠের বাংলার শিক্ষিকা ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন টুম্পারানি মণ্ডল।

কিন্তু কেন আত্মহত্যার পথ বেছে নিলেন ওই শিক্ষিকা? পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে, শিক্ষিকার এক আত্মীয় জানিয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মামলায় পর থেকেই মানসিক চাপে ছিলেন টুম্পারানি মণ্ডল। সম্প্রতি কলকাতা হাইকোর্টে নির্দেশে নবম-দশমে শিক্ষক পদে চাকরি পেয়েছেন এমন ১৮৩ জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করে এসএসসি। সেইরকমই একটি তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই তালিকায় টুম্পার নাম ছিল। সেটা দেখার পর থেকে আরও ভেঙে পড়েন। আতঙ্কিত হয়ে ওঠেন।

গত শুক্রবার পর্যন্ত স্কুলে যান টুম্পারানি মণ্ডল। ক্লাসও নেন বলে জানা যায়। কিন্তু শনিবার স্কুল খোলা থাকলেও তিনি যাননি। এরপর রবিবার সন্ধ্যায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রবিবার বিকেলে বাজার গিয়েছিলেন টুম্পার স্বামী সুবীর পড়ুয়া। কিছুক্ষণ পরে ঘরে ফিরে ডাকাডাকি করেও স্ত্রীর সাড়া পাননি। পরে জানলা দিয়ে স্ত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালে নবম-দশম শ্রেণির টেটে পাস করেন টুম্পারানি মণ্ডল। এরপর ২০১৯ সালে নন্দীগ্রামের দেবীপুর মিলন বিদ্যাপীঠে বাংলার শিক্ষক হিসেবে যোগ দেন। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বুরুন্ডা গ্রামে তাঁর বাপের বাড়ি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version