Sunday, November 9, 2025

ঝালদা পুরসভায় প্রশাসক নিয়োগ মামলায় স্থগিতাদেশ হাইকোর্টের! আপাতত দায়িত্বে জেলাশাসক

Date:

পুরুলিয়ার ঝালদা পুরসভায় (Jhalda Municipality) প্রশাসক (Administrator) নিয়োগ সংক্রান্ত মামলায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গত শুক্রবার রাজ্যের জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল, ঝালদার তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) জবা মেছোয়ারকে এক মাসের জন্য পুরপ্রশাসক করা হচ্ছে। তা নিয়ে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সোমবার সেই মামলায় স্থগিতাদেশ হাইকোর্টের। পাশাপাশি আদালত সাফ জানিয়েছে, আগামী ৫ জানুয়ারি পর্যন্ত প্রশাসকের দায়িত্বে থাকবেন পুরুলিয়ার জেলাশাসক। একইভাবে ঝালদা পুরসভায় আস্থাভোটে জয়ী হওয়ার পর যে শীলা চট্টোপাধ্যায়কে পুরপ্রধান হিসাবে মনোনীত করেছিল কংগ্রেস, তিনিও দায়িত্ব নিতে পারবেন না।

গত ২১ নভেম্বর ঝালদায় পুরসভায় আস্থাভোটে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে। অপসারিত হন পুরপ্রধান সুরেশ আগরওয়াল (Suresh Agarwal)। তারপর থেকেই পুরবোর্ডের প্রধান নির্বাচন নিয়ে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলছিল। এরই মধ্যে রবিবার দু’দলের মনোনীত প্রধান জবা এবং শীলা একসঙ্গে ঝালদা পুরসভায় এসে পৌঁছলে গল্প নতুন মোড় নেয়। পরে সমস্যার কথা জানিয়ে রাজ্যপালকে চিঠি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতা হাইকোর্ট ঝালদা পুরসভা নিয়ে স্থগিতাদেশ জারি করল।

এদিকে ঝালদা পুরভোটের প্রসঙ্গ তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রবিবারই রাজ্যপালকে চিঠিতে জানিয়েছেন, কংগ্রেসকে (Congress) পুরবোর্ড গঠন করা থেকে আটকাতে সন্ত্রাস চালানো হচ্ছে। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুন করে কংগ্রেসকে নির্মূল করার চেষ্টা হচ্ছে অভিযোগ তুলে তিনি লেখেন, সিবিআই (CBI) তদন্ত (Investigation) শুরু করেছে। পুরসভার সমস্ত বিধি লঙ্ঘন করে নির্বাচিত চেয়ারম্যানের জায়গায় শাসকদলের প্রতিনিধিকে বসানো হয়েছে। এটা সরকারি প্রতিষ্ঠান, গণতন্ত্রের উপর বুলডোজার চালানোর সামিল এবং নির্বাচিত প্রতিনিধির গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন প্রদেশ সভাপতি। এই নোংরা খেলা বন্ধ করে গণতন্ত্র সুদৃঢ় করার জন্য রাজ্যপালের হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন অধীর।

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version