Tuesday, August 26, 2025

পায়ে পায়ে এবার সোনার কাপ দখলের লড়াই। বিশ্বজয়ের লড়াই জমে উঠেছে আর মাঠের আমেজ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। এই বিশ্বকাপ (FIFA World Cup 2022)যেন অঘটনের কিন্তু প্রিয় তারকার লড়াই দেখতে মুখিয়ে আছেন ফ্যানেরা। তবে ২০২২ এর এই বিশ্বযুদ্ধে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে দুই তারকা – লিওনেল মেসি (Lionel Messi)আর কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) এখন আর্জেন্টিনা (Argentina) আর ফ্রান্সের (France) এই তুই খেলোয়াড়ের পায়ের জাদুতেই কাবু গোটা বিশ্ব।

৩২ দলের লড়াই শেষে এবার কাতার বিশ্বকাপের নকআউট রাউন্ড খেলা চলছে। আর্জেন্টিনা ইতিমধ্য়েই কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করেছে। আর সবাই বলছেন এতে অধিনায়কের কৃতিত্ব সবথেকে বেশি। তাই বিশ্বজুড়ে যেন শুধুই মেসি। এরই মধ্য়ে ৩ ম্য়াচে ৩ গোল করেছেন লিও। ম্য়াচ সেরার পুরস্কার পেয়েছেন ২টি। কাতার বিশ্বকাপের মাটিতে তিনি খেললেন কেরিয়ারের ১০০০ তম ম্য়াচ। লিওর কেরিয়ারের গোল সংখ্য়া ৭৮৯টি। বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে মেসি যে এগিয়ে তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে ফ্রান্সও। আর ফ্রেঞ্চ শিবিরে অশ্বমেধের ঘোড়া কিলিয়ান এমবাপে। ৪ ম্য়াচে ৫ গোল করে তিনিই সোনার জুতোর সব থেকে বড় দাবিদার। এক ক্লাবে কাঁধে কাঁধ মিলিয়ে খেললেও বিশ্বকাপের মাটিতে তাঁরা প্রতিপক্ষ। দু’জনই এখন নিজের দেশকে বিশ্বকাপ জেতানোর জন্য মরিয়া। মেসি যেমন কেরিয়ারের শেষ বিশ্বকাপে প্রথম ট্রফি জিততে চান, তেমনই এমবাপে চাইছেন, খেতাব ধরে রাখতে। আর দুজনের লড়াই দেখে উত্তেজনার পারদ চড়ছে ফ্যানেদের মনেও।

 

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version