Sunday, August 24, 2025

সোমবার রাতে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পায় ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় তিতের দল। সেলেকাওদের হয়ে গোল গুলি করেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, রিচার্লিসন এবং লুকাস পাকুয়েতা। শেষ আটে ব্রাজিলের মুখোমুখি ক্রোয়েশিয়া। আর এই ম‍্যাচের পরই ফুটবল সম্রাট পেলের দ্রুত আরোগ্য কামনার বার্তা দেয় ব্রাজিল দল। মাঠের মাঝে পেলের ছবিসহ একটি লম্বা ব্যানার নিয়ে এই বার্তা দেন নেইমাররা। তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করে সেলেকাওরা।

ম‍্যাচ শেষে দেখা যায় পুরো গোটা ব্রাজিল দল পেলের জন‍্য দ্রুত আরোগ্য কামনা করে। নেইমার, থিয়েগো সিলভারা নিজেদের মনের উৎকন্ঠা, আবেগ সবটাই প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পরে। তবে শুধু ব্রাজিল দল নয় গোটা বিশ্ব পেলের দ্রুত আরোগ‍্য কামনা করছেন। গ্যালারিতেও দেখা যায় পেলের পোস্টার, ব্যানার। সেখানে পেলের সুস্থতা কামনা করে ব্যানার দেখা যায়।

এদিকে ব্রাজিল ম‍্যাচের আগে একটি টুইট করেন পেলে। সেখানে তিনি ব্রাজিলকে উজ্জীবিত করার জন‍্য ১৯৫৮ সালের বিশ্বকাপ চলাকালীন সুইডেনের রাস্তায় নিজের ছবি পোস্ট করে পেলে লেখেন, “আমিও যেমন সে বার বাবাকে দেওয়া কথা রাখার কথা চিন্তা করতে করতে সুইডেনের রাস্তায় হাঁটছিলাম, আমি নিশ্চিত ব্রাজিল দলের অনেকেই তেমনই তোমাদের মধ্যেও অনেকে নিজেদের বাবাকে দেওয়া কথা রাখতে চাও, সেই কথা দিয়েই এবারের বিশ্বকাপ খেলছেন। তাঁরাও প্রথম বার বিশ্বজয়ের স্বাদ পেতে চান।”

শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। পেলের স্বাস্থ্যের অবনতি নিয়ে নানা জল্পনা চলছে। যা নিয়ে সকলেই চিন্তায় রয়েছে। বেশ কিছু দিন ধরেই তাঁর শারীরিক অবস্থার নানা খবর সামনে আসছে। যদিও পেলে নিজে জানিয়েছেন যে, তিনি হাসপাতাল থেকেই খেলা দেখবেন। পেলে কিন্তু ব্রাজিল দলের খবর ঠিকই রাখছেন। ব্রাজিলের সঙ্গে না থেকেও, তিনি যেন এই দলেরই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন।

আরও পড়ুন:প্রি-কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় ব্রাজিলের, দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারাল তিতের দল

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version