Thursday, May 8, 2025

আজ প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে পর্তুগাল, রোনাল্ডোদের সামনে সুইসরা

Date:

আজ বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে পর্তুগাল। প্রতিপক্ষ সুইজারল্যান্ড। লিওনেল মেসি বিশ্বকাপের নক-আউটে ব্যক্তিগত গোল-খরা কাটিয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি পারবেন? এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন।অবিশ্বাস্য হলেও সত্যি। আম্তর্জাতিক ফুটবলে ১১৮টি গোলের মালিক রোনাল্ডো বিশ্বকাপের নক-আউট পর্বে আজ পর্যন্ত গোল করতে পারেননি! যে আটটি বিশ্বকাপ গোল তাঁর নামের পাশে রয়েছে, তার প্রত্যেকটিই এসেছে গ্রুপ পর্বে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ। শাপমুক্ত হতে সুইসদেরই বেছে নেবেন সিআর সেভেন! কারণ এটাই তাঁর শেষ বিশ্বকাপ।

এদিকে যাঁকে  নিয়ে এত আলোচনা, সেই রোনাল্ডো অবশ্য মেজাজেই রয়েছেন। রবিবার বান্ধবী জর্জিনা ও বোন কাতিয়ার সঙ্গে কাতার ঘুরতে বেরিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। যা নিয়ে মৃদু সমালোচনাও হচ্ছে। যদিও তাতে পাত্তা দিচ্ছেন রোনাল্ডো। বরং সুইজারল্যান্ড ম্যাচের আগে প্র্যাকটিসে ফুরফুরে মেজাজে দেখা গেল তাঁকে। রোনাল্ডোর সতীর্থ উইলিয়াম কার্ভালহোও জানিয়ে রাখছেন, দল ঐক্যবদ্ধ। পর্তুগিজ মিডফিল্ডারের বক্তব্য, ‘‘আমাদের লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল। লক্ষ্যপূরণের জন্য গোটা দল এককাট্টা হয়েই লড়াই করছে।’’

পাল্টা তাল ঠুকছে সুইজারল্যান্ডও। সুইস তারকা জারদান শাকিরি ফুটবল দুনিয়ায় পরিচিত ‘আল্পসের মেসি’ নামে। তিনি বলছেন, ‘‘আমাদের কাছে এটা আরও একটা ম্যাচ। পর্তুগাল ভাল দল। কাপ জেতার অন্যতম দাবিদার। এই ম্যাচেও সবাই ওদের এগিয়ে রাখছে। ফলে ওরাই চাপে থাকবে। আমরা খোলা মনে খেলব।’’ শাকিরির সংযোজন, ‘‘আমাদের দলে কোনও রোনাল্ডো নেই। আমরা ব্যক্তি নয়, দলগত ফুটবলে বিশ্বাসী। পর্তুগাল ম্যাচটাও সেভাবেই খেলব।’’ বলছেন বটে, তবে কাজটা সহজ হবে না। কারণ তাঁদের বিপক্ষে রোনাল্ডোর মতো কেউ আছেন। যিনি একাই একশো।

 

Related articles

জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা, উইকেন্ডেই চরম গরমের পূর্বাভাস!

কালবৈশাখী আর বৃষ্টির ইনিংস শেষ হয়ে এবার গরমের খেলা শুরু। বৈশাখের শেষ সপ্তাহে তীব্র তাপপ্রবাহের (Heatwave Alert) ইঙ্গিত...

পুঞ্চে পাক গুলিবর্ষণে নিহত নাগরিকের সংখ্যা বেড়ে ১৫, শহিদ ১ জওয়ান 

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর একটানা আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামবাদের টার্গেট নিরীহরা। ভারত...

আর বোধ হয় ছাড়বে না! অপারেশন সিঁদুর-এর পর পূর্ণমকে নিয়ে উদ্বেগে পরিবার

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে সফল মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।...

‘অপারেশন সিন্দুর’ নিয়ে আলোচনায় আজ কেন্দ্রের সর্বদল বৈঠক 

পহেলগাম হামলার (Pahelgam Attack) এক পক্ষকালের মাথায় ভারতের প্রত্যাঘাতে খুশি দেশবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগত,...
Exit mobile version