Sunday, May 4, 2025

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন, বিশ্বভারতীর পড়ুয়াদের পাশে তৃণমূল ছাত্রপরিষদ

Date:

ফের অশান্ত বিশ্বভারতী। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির সামনে মঞ্চ বেঁধেছেন বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়াদের একাংশ। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্য়ালয়ে অনৈতিক কাজ হচ্ছে। খোদ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও নাকি বিভিন্ন বেনিয়মের সঙ্গে যুক্ত! যাঁরা প্রতিবাদ করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তিনি। স্রেফ পরীক্ষার বসতে না দেওয়া নয়, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পুনরায় ভর্তি নেওয়া হচ্ছে না পড়ুয়াদের। উপাচার্যর পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্বভারতীর পড়য়ারাই।

আরও পড়ুন:বিশ্বভারতীতে বিক্ষোভ অব্যাহত, উপাচার্যের বাড়ির সামনে অবস্থানে পড়ুয়াদের একাংশ

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের মাখেই বিশ্বভারতীর পড়ুয়াদের পাশে দাঁড়াল তৃণমূল ছাত্র পরিষদ।আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুদীপ রাহা। তাঁর দাবি, ”শান্তিনিকেতনে যে ঐতিহ্য, যে গরিমা, তা নষ্ট করছেন উপাচার্য। পৌষমেলারও অনুমতি দিচ্ছেন না, হচ্ছে টা কী!”

তৃণমূল ছাত্রনেতা সুদীপের আরও অভিযোগ, “বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে à§§à§§ দিন ধরে চলা ছাত্র-ছাত্রীদের ধর্নায় উপস্থিত হয়ে উপাচার্যের বাড়ির বাইরে আক্রান্ত ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে দেখা কর‍তে গেলে বাধা দেওয়া হয়। ভয়ের পরিবেশ বিশ্বভারতীতে। বিজেপির বিরুদ্ধে কথা বললেই পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। পিএইচডি বাতিল করা এবং ছাত্রছাত্রীদের আক্রমণ সহ বিভিন্ন ইস্যুতে চলছে ধর্না চলছে।”

এর আগে, বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে উপাচার্যের সঙ্গে দেখা করতে যান আন্দোলনকারী পড়ুয়ারা। অভিযোগ, সেন্ট্রাল অফিসের নিরাপত্তারক্ষী নাকি তাঁদের লক্ষ্য করে গুলি চালানোর হুমকি দেন! এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। শুরু হয় হাতাহাতি! পড়ুয়াদের দাবি, বেশ কয়েকজন আহত হয়েছেন। সেদিন থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। তাঁদের পাশে দাঁড়িয়ে শাসক দলের ছাত্র সংগঠন।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version