Sunday, August 24, 2025

রবিবার প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিল। চোট সারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে ফিরেছেন নেইমার। আর মাঠে ফিরেই মেজাজে নেইমার জুনিয়র। নামলেন গোল করলেন, নজির গড়লেন, হলেন ম‍্যাচের সেরাও। আর ম‍্যাচের সেরা হয় নেইমার বললে, একসময় মনে হয়েছিল যে বিশ্বকাপটাই হয়তো খেলা হবে না।

ম‍্যাচ শেষে নেইমার বলেন,” প্রথমত, আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই, তিনি যে শক্তি আমায় দিয়েছেন মাঠে নামার জন্য, অনুশীলন করার জন্য। ধন্যবাদ জানাতে চাই ফিজিওথেরাপিস্ট ও সতীর্থদের যেভাবে ওরা আমায় অনুপ্রাণিত করেছে। আমি খুব খুশি ফিরে আসতে পেরে। এখন ম্যাচের সেরা হয়েও আমার মনে হয়, গোটা দলই ভালো খেলেছে। আমরা জিতে পরের রাউন্ডে যেতে চেয়েছিলাম আর ঠিক সেটাই হয়েছে। ভয় লাগছিল। মনে হয়েছিল এ বারের বিশ্বকাপটাই আর খেলা হবে না। কিন্তু আমার বন্ধুরা, পরিবারের লোকজন আমার পাশে ছিল। যখন মনের জোর পেতাম না, তাঁদের থেকেই সেই জোরটা খুঁজে পেতাম।”

গোড়ালিতে চোট সারিয়ে নেমেও আশঙ্কা ছিল, আবারও কি ব্যাথা পাবেন নেইমার? এই নিয়ে তিনি বলেছেন, “না আমি খেলা চলাকালীন গোড়ালিতে কোনও ব্যাথা অনুভব করিনি। আমার মনে হয় আমার পারফরম্যান্স ভালো হয়েছে, তবে আরও উন্নতি করতে হবে। আমরা কখনই শতভাগ সন্তুষ্ট হতে পারব না। তবে আমি খুব খুশি যেভাবে আমার সতীর্থরা পারফরম্যান্স করেছে।”

 

ব্রাজিলের সমর্থকদের উদ্দেশ্যে নেইমার বলেছেন, “আমি ধন্যবাদ জানাতে চাই যেভাবে ওরা এই সময়টাই আমার পাশে দাঁড়িয়েছে। যখন আমি চোট পেয়েছিলাম, তখন আমি নানারকম চিন্তা করছিলাম। আমি ভয়ে ছিলাম যে আমি হয়ত বিশ্বকাপ খেলতে পারব না। কিন্তু সেই সময়ে আমি সতীর্থদের সমর্থন পেয়েছিলাম, যা আমায় অনেক সাহায্য করেছে। যেভাবে মানুষ আমার জন্য শুভেচ্ছা জানিয়েছে, সেটিকে ধন্যবাদ বলে ছোট করব না। আমি আমার পারফরম্যান্স দিয়ে তাদের খুশি করব, আর ব্রাজিল দলকে আরও বড় জায়গায় নিয়ে যাব।”

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version