Sunday, November 9, 2025

২২দিনে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনড় থেকেই বিক্ষোভ তুললেন মেডিক্যাল কলেজের ছাত্ররা

Date:

প্রায় দেড়দিন অতিক্রান্তের পর অবশেষে উঠল কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) ডাক্তারি পড়ুয়াদের (Medical Student) বিক্ষোভ। সেইসঙ্গে ঘেরাও মুক্ত অধ্যক্ষ-সহ ২৩ জন মেডিক্যাল অধ্যাপক। তবে ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশিকা জারি করতে কর্তৃপক্ষকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনকারীরা পড়ুয়ারা। এবং সেটা আজ, বুধবার দুপুর দুটোর মধ্যেই। তাই ঘেরাও উঠলেও, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এখনও অনড় চিকিৎসক পড়ুয়ারা। ২২ ডিসেম্বরই ছাত্র সংসদ নির্বাচন হবে তার নির্দেশিকা দিতে হবে। দাবি না মানলে ফের আমরণ অনশনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র বিক্ষোভের জেরে অচলাবস্থায় জেরবার রোগী ও তাঁদের পরিজনরা। পুলিশি নিরাপত্তা চেয়ে গতকাল, মঙ্গলবারই দায়ের করা হয়েছিল মামলা। স্বাস্থ্য পরিষেবা যে ভাবে ব্যাহত হয়েছে সেটা পুনরায় চালু করা হোক। এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে আজ মামলা করার অনুমতিও চাওয়া হতে পারে।

তবে ঘেরাও প্রত্যাহার করায়, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আজ সারাদিনে গতকালের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেই আশা কর্তৃপক্ষের। নিজেদের দাবিপূরণ করতে রাতেই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক-সহ মোট ২৩ জনকে ঘেরাও করে পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের একাংশ। যার জেরে ব্যাহত হয় পরিষেবা।

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version