Saturday, August 23, 2025

আশঙ্কাই সত্যি হল।মুদ্রাস্ফীতি, আর্থিক মন্দার সঙ্গে তাল মিলিয়ে চলতে ফের একবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এদিন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ জানান, রেপো রেট আরও ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.২৫ শতাংশ করা হয়েছে। এইনিয়ে এক বছরে পঞ্চমবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই রিপো রেট বাড়ানোর ফলে সরকারি-বেসরকারি ব্যাঙ্কের সুদের হারও বৃদ্ধি পেতে চলেছে। গৃহস্থের উপরে বাড়বে ইএমআইয়ের বোঝাও।

আরও পড়ুন:পুজোর মুখে ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, গুনতে হতে পারে মোটা EMI

কী এই রেপো রেট?

রিজার্ভ ব্যাঙ্ক যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয় তাকে রেপো রেট বলা হয়। অর্থাৎ রেপো রেট বাড়ালে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে বেশি হার সুদ গুণতে হয়। ফলে অনিবার্যভাবেই বাড়ি, গাড়ি, ব্যক্তিগত ঋণে সুদের হার বাড়িয়ে দেয় বাণিজ্যিক ব্যাঙ্কগুলি।

এর আগে পরপর তিন বার ৫০ বেসিস পয়েন্ট করে রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। মুদ্রাস্ফীতির কারণ দেখিয়ে এবারও তা বাড়ানো হল। রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটিতে সংখ্যাগরিষ্ঠের মত নিয়ে রেপো রেট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর।

মধ্যবিত্তর ওপর  কী প্রভাব?

সাধারণ মানুষ RBI -এর থেকে ঋণ নেয় না। কিন্তু সাধারণ মানুষ ঋণ নেয় দেশের নানা সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক থেকে। এই ব্যাঙ্কগুলি RBI -এর থেকে লোনে টাকা এনে তা সাধারণ মানুষকে দেয়। RBI এই সুদের হার বৃদ্ধি করার ফলে, ব্যাঙ্কগুলিও সুদের হার বৃদ্ধি করবে। ফলে সাধারণ মানুষের জন্য লোন মহার্ঘ হয়ে উঠবে।

Related articles

স্কুলে ঢুকে হুমকি! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শ্রমিক নেতার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদহ

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকে হুমকির অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের (TMC) শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ,...

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...
Exit mobile version