Monday, August 25, 2025

রাজতন্ত্রের প্রতিবাদে রাজা চার্লসকে ডিম ছুড়ে মারল ব্রিটিশ যুবক

Date:

রানি এলিজাবেথের(Queen Elizabeth) মৃত্যুর পর রাজা হিসেবে ব্রিটেনের(Britain) মসনদে বসেছেন রাজা তৃতীয় চার্লস(King Charles 3)। তবে রাজা হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ব্রিটেনের জনগণ। এবার তারই বহিঃপ্রকাশ ঘটল প্রকাশ্যে রাস্তায়। রীতিমতো হেনস্তা করা হলো ব্রিটেনের রাজাকে। মঙ্গলবার এক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় রাজা তৃতীয় চার্লসকে ডিম ছুড়ে মারলেন এক যুবক। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার ডিম ছুড়ে মারা হলো ব্রিটেনের সর্বাধিনায়ককে। যদি সঙ্গে সঙ্গে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

রানি এলিজাবেথের মৃত্যুর পর গোটা ব্রিটেন জুড়ে সফর করছেন নতুন রাজা চার্লস। মঙ্গলবার লন্ডন থেকে সামান্য দূরে লুটনে জনসংযোগ করছিলেন তিনি। সেই সময়েই ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি চার্লসকে লক্ষ্য করে ডিম ছোড়ে। যদিও সেটা রাজার গায়ে লাগেনি। তবে ঘটনার পরই তৎপর হয়ে ওঠে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ গ্রেপ্তার করা হয় বছর কুড়ির ওই যুবককে। এই ঘটনার শুরুতে হকচকিয়ে গেলেও পরে অবশ্য স্বাভাবিকভাবে জনসংযোগে নামেন রাজা।

উল্লেখ্য, ব্রিটেনের রাজ পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব সেখানকার সাধারণ মানুষ। তাদের দাবি, রাজতন্ত্রকে দেশ থেকে নির্মূল করা হোক। রাজপরিবারের ভরণপোষণ করতে দেশের অর্থনীতির উপরে চাপ পড়ে বলেই মত জনতার একাংশের। ৭০ বছর ধরে রাজত্ব করার পরে যখন এলিজাবেথের মৃত্যু হয়েছে, তারপর থেকেই নতুন করে রাজতন্ত্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রাস্তায় নেমে মিছিল করে রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ। তারই ফলস্বরূপ এক মাসে দ্বিতীয়বার ডিম ছোড়া হলো রাজাকে লক্ষ্য করে।

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version