Friday, November 14, 2025

রাজতন্ত্রের প্রতিবাদে রাজা চার্লসকে ডিম ছুড়ে মারল ব্রিটিশ যুবক

Date:

রানি এলিজাবেথের(Queen Elizabeth) মৃত্যুর পর রাজা হিসেবে ব্রিটেনের(Britain) মসনদে বসেছেন রাজা তৃতীয় চার্লস(King Charles 3)। তবে রাজা হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ব্রিটেনের জনগণ। এবার তারই বহিঃপ্রকাশ ঘটল প্রকাশ্যে রাস্তায়। রীতিমতো হেনস্তা করা হলো ব্রিটেনের রাজাকে। মঙ্গলবার এক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় রাজা তৃতীয় চার্লসকে ডিম ছুড়ে মারলেন এক যুবক। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার ডিম ছুড়ে মারা হলো ব্রিটেনের সর্বাধিনায়ককে। যদি সঙ্গে সঙ্গে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

রানি এলিজাবেথের মৃত্যুর পর গোটা ব্রিটেন জুড়ে সফর করছেন নতুন রাজা চার্লস। মঙ্গলবার লন্ডন থেকে সামান্য দূরে লুটনে জনসংযোগ করছিলেন তিনি। সেই সময়েই ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি চার্লসকে লক্ষ্য করে ডিম ছোড়ে। যদিও সেটা রাজার গায়ে লাগেনি। তবে ঘটনার পরই তৎপর হয়ে ওঠে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ গ্রেপ্তার করা হয় বছর কুড়ির ওই যুবককে। এই ঘটনার শুরুতে হকচকিয়ে গেলেও পরে অবশ্য স্বাভাবিকভাবে জনসংযোগে নামেন রাজা।

উল্লেখ্য, ব্রিটেনের রাজ পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব সেখানকার সাধারণ মানুষ। তাদের দাবি, রাজতন্ত্রকে দেশ থেকে নির্মূল করা হোক। রাজপরিবারের ভরণপোষণ করতে দেশের অর্থনীতির উপরে চাপ পড়ে বলেই মত জনতার একাংশের। ৭০ বছর ধরে রাজত্ব করার পরে যখন এলিজাবেথের মৃত্যু হয়েছে, তারপর থেকেই নতুন করে রাজতন্ত্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রাস্তায় নেমে মিছিল করে রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ। তারই ফলস্বরূপ এক মাসে দ্বিতীয়বার ডিম ছোড়া হলো রাজাকে লক্ষ্য করে।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version