Sunday, August 24, 2025

CMC Update : মেডিক্যাল কলেজে আমরণ অনশনের ডাক দিলেন পড়ুয়ারা

Date:

Share post:

কাটল না জটিলতা, এবার আমরণ অনশনে (Hunger strike) সামিল হতে চলেছেন কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College)পড়ুয়ারা। বৃহস্পতিবার থেকে এই আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার গভীর রাতে ঘেরাও তুলে নেন আন্দোলনরত পড়ুয়ারা। যদিও ঘেরাও তোলা হলেও তাঁরা কিন্তু আন্দোলনের পথ থেকে সরে যাচ্ছেন না বলে আগেই জানিয়েছিলেন। পড়ুয়ারা (Medical Students)বলছেন, বুধবার ৭ ডিসেম্বর দুপুর দুটো পর্যন্ত কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়েছিল । তাঁদের দাবি ছিল আগামী ২২ ডিসেম্বর কলেজের ছাত্র সংসদের নির্বাচনের বিধি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (Standard Operating Procedures) ঘোষণা করতে হবে। সেইমতো আজ বুধবার দুপুরে তাঁরা অধ্যক্ষের (Principal)ঘরে গেলে সেখানে কেউ ছিলেন না বলে অভিযোগ। এমনকি এমএসভিপি – এর সঙ্গেও দেখা করতে পারেন নি তাঁরা। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা এবং স্পষ্ট ভাবে জানিয়ে দেন যে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই আমরণ অনশনে (Hunger strike) বসতে চলেছেন তাঁরা।

উল্লেখ্য গত সোমবার বিকেলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ (Medical College Authority)আপাতত নির্বাচন হচ্ছে না বলে জানিয়ে দেন। এরপরেই পূর্ব নির্ধারিত ২২ ডিসেম্বর নির্বাচন চেয়ে পড়ুয়ারা কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগীয় প্রধানদের ঘেরাও করেন। সাময়িকভাবে হাসপাতালের পরিষেবা প্রদান কিছুটা বাধাপ্রাপ্ত হলেও তা সামলে নেওয়া হয়ে বলে জানান হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডা: সুদীপ্ত রায়। মঙ্গলবার বিকেলে নার্সিং সুপার এবং ৩ জন শিক্ষিকাকে ছেড়ে দিলেও বাকিদের প্রশাসনিক ব্লকে আটকে রাখার অভিযোগ উঠেছিল পড়ুয়াদের বিরুদ্ধে। কিন্তু মঙ্গলবার গভীর রাতে ওই ব্লকের গেট খুলে দেওয়া হয়। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-সহ বিভাগীয় প্রধানকে ছেড়ে দেন তাঁরা। বুধবার সকাল থেকেই বিভাগীয় প্রধানরা পুনরায় রোগী দেখা শুরু করেন। তবে তাঁরা আশঙ্কা প্রকাশ করে জানান, আন্দোলনকারীরা আমরণ অনশনে বসলে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামিকাল পরিস্থিতি ঠিক কোন দিকে এগোয় এখন সেটাই দেখার।

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...