Sunday, August 24, 2025

‘আত্মনির্ভর’ শুধুই কথার কথা, আমদানিকৃত দেশের তালিকায় আজও প্রথম সারিতে ভারত

Date:

বারবার আত্মনির্ভর ভারতের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রধানমন্ত্রীর(Prime Minister) আত্মনির্ভরতার ভাষণে দেশাত্মবোধক বিষয় থাকলেও তা যে শুধুই ভাষণ কাজের কাজ কিছুই নয় সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এল সে তথ্যই। দেখা যাচ্ছে, এখনো আমদানিকৃত দেশের তালিকায় প্রথম সারিতে নাম রয়েছে ভারত সরকারের(Indian Government)। তথ্যের ভিত্তিতে জানা গেছে, যে দেশগুলি থেকে ভারত আমদানি করে তার তালিকায় প্রথমেই নাম রয়েছে প্রতিবেশী চিনের(China)।

২০১৭ থেকে বিগত ৫টি অর্থবর্ষে দেশের রফতানি কমেছে এবং বেড়েছে আমদানি। লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারীর (দেব) এর লিখিত প্রশ্নের জবাবে জানালেন, শিল্প ও বাণিজ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। তিনি জানিয়েছেন, ২০১৭-১৮ থেকে ২০২১-২২ পর্যন্ত বিগত ৫ অর্থবর্ষে ভারতের মোট রফতানি অঙ্ক ২,৭৩৭.৬৭ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে এই সময়ের মধ্যে আমদানির অঙ্ক ৩,০৯৭.৩৬ বিলিয়ন মার্কিন ডলার।

লিখিত প্রশ্নে দেব রফতানি করা দেশগুলির নাম জানতে চেয়েছিলেন। সে প্রশ্নে জবাবে অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ তিনটি অর্থবর্ষে সবচেয়ে বেশি রফতানি করা হয়েছে আমেরিকায়। তিনটি অর্থবর্ষে মার্কিন মুলুকে রফতানির মোট অঙ্ক ১৮০.৯ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে ভারতের সঙ্গে চিনা বাণিজ্য নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, চিন ভারতের তৃতীয় রফতানির গন্তব্য। ২০১৯-২০ থেকে তিনটি অর্থবর্ষে চিনে রফতানির অঙ্ক ৫৯.১ বিলিয়ন মার্কিন ডলার। তবে আমদানির ক্ষেত্রে শীর্ষে রয়েছে চিন। ২০১৯-২০ থেকে তিনটি অর্থবর্ষে চিন থেকে ভারতের আমদানির পরিমাণ ২২৫.১ বিলিয়ন মার্কিন ডলার। রফতানির শীর্ষে থাকা আমেরিকা এক্ষেত্রে রয়েছে তৃতীয়স্থানে। আমেরিকা থেকে তিনটি অর্থবর্ষে মোট আমদানি হয়েছে ১০৮ বিলিয়ন মার্কিন ডলার। রফতানির থেকে আমদানির পরিমাণ এত কম হওয়া নিয়েই একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version