Saturday, November 15, 2025

‘আত্মনির্ভর’ শুধুই কথার কথা, আমদানিকৃত দেশের তালিকায় আজও প্রথম সারিতে ভারত

Date:

বারবার আত্মনির্ভর ভারতের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রধানমন্ত্রীর(Prime Minister) আত্মনির্ভরতার ভাষণে দেশাত্মবোধক বিষয় থাকলেও তা যে শুধুই ভাষণ কাজের কাজ কিছুই নয় সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এল সে তথ্যই। দেখা যাচ্ছে, এখনো আমদানিকৃত দেশের তালিকায় প্রথম সারিতে নাম রয়েছে ভারত সরকারের(Indian Government)। তথ্যের ভিত্তিতে জানা গেছে, যে দেশগুলি থেকে ভারত আমদানি করে তার তালিকায় প্রথমেই নাম রয়েছে প্রতিবেশী চিনের(China)।

২০১৭ থেকে বিগত ৫টি অর্থবর্ষে দেশের রফতানি কমেছে এবং বেড়েছে আমদানি। লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারীর (দেব) এর লিখিত প্রশ্নের জবাবে জানালেন, শিল্প ও বাণিজ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। তিনি জানিয়েছেন, ২০১৭-১৮ থেকে ২০২১-২২ পর্যন্ত বিগত ৫ অর্থবর্ষে ভারতের মোট রফতানি অঙ্ক ২,৭৩৭.৬৭ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে এই সময়ের মধ্যে আমদানির অঙ্ক ৩,০৯৭.৩৬ বিলিয়ন মার্কিন ডলার।

লিখিত প্রশ্নে দেব রফতানি করা দেশগুলির নাম জানতে চেয়েছিলেন। সে প্রশ্নে জবাবে অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ তিনটি অর্থবর্ষে সবচেয়ে বেশি রফতানি করা হয়েছে আমেরিকায়। তিনটি অর্থবর্ষে মার্কিন মুলুকে রফতানির মোট অঙ্ক ১৮০.৯ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে ভারতের সঙ্গে চিনা বাণিজ্য নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, চিন ভারতের তৃতীয় রফতানির গন্তব্য। ২০১৯-২০ থেকে তিনটি অর্থবর্ষে চিনে রফতানির অঙ্ক ৫৯.১ বিলিয়ন মার্কিন ডলার। তবে আমদানির ক্ষেত্রে শীর্ষে রয়েছে চিন। ২০১৯-২০ থেকে তিনটি অর্থবর্ষে চিন থেকে ভারতের আমদানির পরিমাণ ২২৫.১ বিলিয়ন মার্কিন ডলার। রফতানির শীর্ষে থাকা আমেরিকা এক্ষেত্রে রয়েছে তৃতীয়স্থানে। আমেরিকা থেকে তিনটি অর্থবর্ষে মোট আমদানি হয়েছে ১০৮ বিলিয়ন মার্কিন ডলার। রফতানির থেকে আমদানির পরিমাণ এত কম হওয়া নিয়েই একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version