Tuesday, November 18, 2025

বিশ্বকে পথ দেখাবে ভারত: সংসদে শীতকালীন অধিবেশনের শুরুতে বার্তা প্রধানমন্ত্রীর

Date:

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে বুধবার থেকে। অধিবেশনের প্রথম দিনে উদ্বোধনী ভাষণে নতুন উপরাষ্ট্রপতি(vice president) জগদীপ ধনকড়কে(Jagdeep Dhankar) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি তিনি বার্তা দিলেন, “বিশ্বকে পথ দেখাবে ভারত।”

শীতকালীন অধিবেশন সচল রাখার বিষয় সকল সাংসদকে বার্তা দেওয়ার পাশাপাশি তিনি বলেন, “আমরা আজাদি কা মহোৎসব পালন করছি’ এবং যখন ভারত জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে।” এছাড়াও রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমাদের শ্রদ্ধেয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আদিবাসী সম্প্রদায় থেকে প্রতিনিধিত্ব করছেন। তাঁর আগে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সমাজের অনগ্রসর শ্রেণি থেকে উঠে এসেছেন এবং বর্তমানে আমাদের উপ-রাষ্ট্রপতি একজন কিষাণ-পুত্র। আমাদের উপ-রাষ্ট্রপতির আইনি বিষয়ে অনেক জ্ঞান রয়েছে।”

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, “সংসদ বিশৃঙ্খল হতে দেখলে নতুন সাংসদরা ব্যথিত হন। সমস্ত দলের নেতা ও সংসদের সকল সদস্যের কাছে আবেদন, যাঁরা প্রথমবার সংসদে এসেছেন, যাঁরা নতুন সাংসদ, তাঁদের বিতর্কে যোগ দেওয়ার সুযোগ দিন। তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও গণতন্ত্রের জন্য আমরা সকলে মিলে আলোচনা করব। অধিবেশন স্থগিত হলে সংসদের ক্ষতি হয়। সংসদ চলা খুবই জরুরি।” জি-২০ সম্মেলন সফল করারও বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “জি-২০ সম্মেলনে সভাপতিত্ব ভারতের কাছে একটা বড় সুযোগ। জি-২০ সম্মেলন শুধু কূটনৈতিক সম্মলন নয়, ভারতকে বিশ্বের কাছে তুলে ধরার মঞ্চ হল জি-২০।”

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version