হাতির হামলায়(Elephant attack) প্রাণ গেল দম্পতির। ঘটনায় আহত আরো দুইজন। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার নাগরাকাটা ব্লকের আংরাভাষা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের ১নং আংরাভাষা গ্রামপঞ্চায়েত এলাকার কলাবাড়ি চাবাগানের গারা লাইনে বুনোহাতির হামলায় একই পরিবারের দুইজনের মৃ*ত্যু ও দুইজন আহত হয়েছে। এছাড়াও এলাকায় হাতিটির হামলায় চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা এলাকায় আতঙ্কের ছায়া নেমেছে। পুলিশ জানিয়েছে মৃ*তদের নাম বাবুরাম মাঝি(৬৫),ও তার স্ত্রী বাহামুনি মাঝি(৬০)। আহত হয়েছে, মেয়ে আশা মাঝি ও নাতি শিবরাজ মাঝি। প্রতিদিন হাতির হামলায় রীতিমতো আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। জানা যাচ্ছে পার্শ্ববর্তী ডায়নার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছে হাতি। এতদিন শুধুমাত্র ধান খেতে এসে ধান খেয়ে চলে যেত। তবে ধান কাটার পর এবার বাড়িতে হানা দেওয়া শুরু করেছে হাতির দল। এই ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেছে মৃতের পরিজনরা। বনদপ্তরের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন- BNCCI-এর অনুষ্ঠানে পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর ঘোষণা বাবুলের, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় দেবাশিস
