Sunday, August 24, 2025

আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ঘরের মাঠে তিন পয়েন্ট পেয়ে জয়ের হ‍্যাটট্রিকের লক্ষ‍্যে জুয়ান ফেরান্দোর দল। ঘরের মাঠে এবারের আইএসএলে প্রায় ৯০ শতাংশ সফল জুয়ান ফেরান্দোর দল। প্রথম ম্যাচে চেন্নাইয়ান এফসি-র কাছে হারের পর যুবভারতীতে আর কোনও ম্যাচ হারেনি সবুজ-মেরুন। তাই বৃহস্পতিবার আরও একটা হোম ম্যাচ জিতে লিগ টেবলে প্রথম তিনে উঠে আসতে মরিয়া বাগান ব্রিগেড।

তবে চোট-আঘাত ও কার্ড সমস্যায় জেরবার মোহনবাগান জামশেদপুরের বিরুদ্ধেও পাবে না মনবীর সিংকে। ভারতীয় স্ট্রাইকারকে খেলানোর চেষ্টা হলেও ম্যাচের আগের দিন বাগানের স্প্যানিশ কোচ জানিয়ে দিলেন, মনবীরকে এই ম্যাচেও সম্ভবত পাওয়া যাবে না। তবে রক্ষণ নিয়ে চিন্তা কিছুটা বেড়েছে। কারণ, কার্ড সমস্যায় এই ম্যাচে অস্ট্রেলীয় সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিল খেলতে পারবেন না। তাঁর জায়গায় কার্ল ম্যাকহিউকে খেলাতে পারেন জুয়ান। হ্যামিলহীন রক্ষণকে নতুন করে সাজাতে হচ্ছে সবুজ-মেরুনের স্প্যানিশ কোচকে। তবে যুবভারতীতে দর্শক সমর্থন সঙ্গে থাকবে বলেই আত্মবিশ্বাসে ভরপুর মোহনবাগান।

দলের প্রাণভ্রোমরা হুগো বৌমোস বললেন, ‘‘চেন্নাইয়ান ম্যাচ ছাড়া আমরা যুবভারতীতে একটাও ম্যাচ হারিনি। এটা আমাদের বাড়তি সুবিধা। আমাদের দলে চোট-আঘাত, কার্ড সমস্যা একটু বেশিই। তবে আমাদের পরিবর্ত খেলোয়াড়রা সব খামতি দূর করে দিতে নিজেদের সেরাটা উজাড় করে দেয়।’’ দলের সিনিয়র ডিফেন্ডার তথা অধিনায়ক প্রীতম কোটাল বললেন, ‘‘শেষ দু’টি ম্যাচে আমরা কোনও গোল খাইনি। কার্ড সমস্যায় হ্যামিল না থাকলেও আশা করি, এই ম্যাচ আমরা জিতব।’’

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version