Tuesday, January 13, 2026

গুজরাটে জয়ের রেকর্ড বিজেপির, রাজ্যবাসীকে ধন্যবাদ মোদির

Date:

Share post:

গুজরাটে(Gujrat) জয়ের রেকর্ড গড়ল বিজেপি(BJP)। একটানা ৭ বার জয়ের পাশাপাশি এবারের নির্বাচনে সর্বাধিক আসনে জয়ের রেকর্ড গড়ল গেরুয়া শিবির। বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় ১৮২ আসন বিশিষ্ট গুজরাটে ১৫৬ আসনে জয় পেয়েছে পদ্ম। অন্যদিকে মাত্র ১৭ আসন পেয়েছে কংগ্রেস(Congress)। প্রথমবার এখানে নির্বাচনে লড়ে ৫টি আসন পেয়েছে আপ(AAP), অন্যান্যরা ৪ আসন। জয় নিশ্চিত হতেই বেলার দিকে গুজরাট বিজেপি প্রধান সিআর পাতিল এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। দুই জনকে অভিনন্দন জানানোর পাশাপাশি। নিজের রেকর্ড ভাঙায় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

এর আগে পর্যন্ত গুজরাটে সর্বাধিক আসনে জয়ের রেকর্ড ছিল কংগ্রেসের। ১৯৮৫ সালে মাধবসিংহ সোলাঙ্কির নেতৃত্বে ১৪৯টি আসনে জয় পেয়েছিল কংগ্রেস।এতদিন বিজেপির সর্বাধিক আসন সঙ্খ্যা ছিল ১২৭। তবে এদিন নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় অতীতের সব রেকর্ড ভেঙে ১৫৬ আসনে জয় পেয়েছে গেরুয়া শিবির। পাশাপাশি রেকর্ড গড়ে সপ্তমবার গুজরাটে ক্ষমতায় বিজেপি। নিজ রাজ্যে বিজেপির এই জয়ের পর টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “ধন্যবাদ গুজরাট। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। জনগণ উন্নয়নের রাজনীতিকে আশীর্বাদ করেছে। এই উন্নয়নকে আরও গতিশীল করতে চায় বলে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে আম জনতা। আমি গুজরাটের জনশক্তিকে প্রণাম করি।” জানা যাচ্ছে আগামী ১২ ডিসেম্বর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

spot_img

Related articles

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...

কামড়ালে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে! পথকুকুর মামলায় সুপ্রিম হুঁশিয়ারি

পথকুকুর মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার এই সংক্রান্ত এক মামলার শুনানিতে...

প্রতিশোধের লড়াই, বিজেপিকে বিসর্জন দেওয়ার লড়াই: ৯-০ করার ডাক কোচবিহারে দিয়ে হুঙ্কার অভিষেকের

কোচবিহারে বিগত কয়েকটি নির্বাচনে জিতেছে বিজেপি। এখনও ৯টি আসনের মধ্যে তিনটি আসনে তৃণমূল, ৬টিতে বিজেপি বিধায়ক রয়েছেন। ছাব্বিশের...