Wednesday, December 3, 2025

গুজরাটে জয়ের রেকর্ড বিজেপির, রাজ্যবাসীকে ধন্যবাদ মোদির

Date:

Share post:

গুজরাটে(Gujrat) জয়ের রেকর্ড গড়ল বিজেপি(BJP)। একটানা ৭ বার জয়ের পাশাপাশি এবারের নির্বাচনে সর্বাধিক আসনে জয়ের রেকর্ড গড়ল গেরুয়া শিবির। বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় ১৮২ আসন বিশিষ্ট গুজরাটে ১৫৬ আসনে জয় পেয়েছে পদ্ম। অন্যদিকে মাত্র ১৭ আসন পেয়েছে কংগ্রেস(Congress)। প্রথমবার এখানে নির্বাচনে লড়ে ৫টি আসন পেয়েছে আপ(AAP), অন্যান্যরা ৪ আসন। জয় নিশ্চিত হতেই বেলার দিকে গুজরাট বিজেপি প্রধান সিআর পাতিল এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। দুই জনকে অভিনন্দন জানানোর পাশাপাশি। নিজের রেকর্ড ভাঙায় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

এর আগে পর্যন্ত গুজরাটে সর্বাধিক আসনে জয়ের রেকর্ড ছিল কংগ্রেসের। ১৯৮৫ সালে মাধবসিংহ সোলাঙ্কির নেতৃত্বে ১৪৯টি আসনে জয় পেয়েছিল কংগ্রেস।এতদিন বিজেপির সর্বাধিক আসন সঙ্খ্যা ছিল ১২৭। তবে এদিন নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় অতীতের সব রেকর্ড ভেঙে ১৫৬ আসনে জয় পেয়েছে গেরুয়া শিবির। পাশাপাশি রেকর্ড গড়ে সপ্তমবার গুজরাটে ক্ষমতায় বিজেপি। নিজ রাজ্যে বিজেপির এই জয়ের পর টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “ধন্যবাদ গুজরাট। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। জনগণ উন্নয়নের রাজনীতিকে আশীর্বাদ করেছে। এই উন্নয়নকে আরও গতিশীল করতে চায় বলে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে আম জনতা। আমি গুজরাটের জনশক্তিকে প্রণাম করি।” জানা যাচ্ছে আগামী ১২ ডিসেম্বর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

spot_img

Related articles

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...