Saturday, August 23, 2025

দিল্লি হেরেই খেলা শুরু বিজেপির, এবার কাউন্সিলর কিনতে মাঠে নামল গেরুয়া শিবির

Date:

লজ্জা নেই। ফের “ব্যাকডোর পলিটিক্স” শুরু বিজেপির। এবার রাজধানী দিল্লির বুকে। বিধানসভায় তো গোহারা হেরেছিল, এবার ১৫ বছর পর দিল্লি পুরসভাও হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ঝেঁটিয়ে বিদায় করেছে। কিন্তু কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহার ও অর্থের বলে ফের খেলা শুরু বিজেপির। মানুষের রায় মেনে নিতে না পেরে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে ঘোড়া কেনাবেচার খেলা শুরু রাজধানীর বুকে। এবার কাউন্সিলর কিনতে মাঠে নামল গেরুয়া শিবির। দিল্লি পুরসভা বা MCD-র ভোটের ফল ঘোষণা হতে না হতেই বিজেপির বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ আপ নেতা মনীশ সিসোদিয়ার।

আরও পড়ুন:রিসর্টবন্দি বিধায়করা: রাজ্যসভা নির্বাচনে ঘোড়া কেনাবেচার আশঙ্কায় রাজস্থান কংগ্রেস

দিল্লির উপমুখ্যমন্ত্রীর দাবি, তাঁদের দলের নবনির্বাচিত কাউন্সিলরদের কেনার চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। সেই কারণে নবনির্বাচিত কাউন্সিলরদের যে কোনও ধরনের ফোন কল রেকর্ড করার নির্দেশ দিয়েছে আম আদমি পার্টি।

প্রসঙ্গত, গতকাল বুধবার ২৫০ ওয়ার্ডের দিল্লি MCD-র ভোটের ফল প্রকাশিত হয়। সেখানে ১৩৪টি ওয়ার্ডে জিতে বোর্ড গঠন করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল । অন্যদিকে ১৫ বছর পর দিল্লি MCD হাতছাড়া হয়েছে বিজেপির। ১০৪টি ওয়ার্ডে জয় পেয়েছে তারা। আর ভোটের ফল প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনা-বেচার অভিযোগ তুললেন মনীশ সিসোদিয়া।

টুইট করে দিল্লির উপমুখ্যমন্ত্রী লিখেছেন, “বিজেপির খেলা শুরু হয়ে গিয়েছে। আপের নবনির্বাচিত কাউন্সিলররা ফোন পেতে শুরু করে দিয়েছেন। কিন্তু আমাদের কোনও কাউন্সিলরই বিক্রি হবেন না। এই নিয়ে দলের তরফে কাউন্সিলরদের সতর্ক করা হয়েছে। এই ধরনের কোনও ফোন পেলেই তা রেকর্ড করতে বলা হয়েছে। কেউ যদি তাঁদের সঙ্গে আলাদা করে কথা বলতে চান, তবে সেই একান্ত বৈঠককেও রেকর্ড করতে বলা হয়েছে।”

উল্লেখ্য, এর আগেও দিল্লিতে আপ সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপি বস্তা বস্তা টাকা নিয়ে ঘোড়া কেনা-বেচার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছিলেন মনীশ সিসোদিয়া। এমনকি পদ্ম শিবির তাঁকেও টাকা দিতে চেয়েছিল বলে দাবি করেন তিনি। এজেন্সির ভয়ও দেখানো হয়।

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version