Wednesday, November 12, 2025

মাধ্যমিকের আগে ফোন-টিভিতে সময় নষ্ট নয়! পরীক্ষার্থীদের থেকে ‘মুচলেকা’ আদায় স্কুলের

Date:

মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) শেষ না হওয়া পর্যন্ত মনোযোগ সহকারে নিজের পড়া ভালো করে পড়ব। পরীক্ষা না হওয়া পর্যন্ত কোনওভাবেই মোবাইল ফোন (Mobile Phone) বা টিভির (Television) জন্য সময় নষ্ট করব না। মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে এমনই ‘অঙ্গীকারপত্র’ আদায় করে নিচ্ছেন স্কুলের শিক্ষকরা। শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি। তবে পূর্ব বর্ধমান (East Midnapore) জেলার মঙ্গলকোটের মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চবিদ্যালয়ের এমন পদক্ষেপকে কুর্ণিশ জানিয়েছেন অনেকেই।

মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়িতে পালা করে যাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক (Head Teacher) থেকে শুরু করে সহ-শিক্ষকরা। তাঁরা পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথাও বলছেন। কড়া নজর রাখছেন পড়ুয়াদের উপর। পাশাপাশি পরীক্ষার্থীদের কাছ থেকে অঙ্গীকারপত্র আদায় করছেন শিক্ষকরা। অঙ্গীকারপত্রে পরিষ্কার লেখা, আমি স্বইচ্ছায়, স্বজ্ঞানে অঙ্গীকার করছি, এখন থেকে মাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি কোনওভাবেই মোবাইল ফোন ও টেলিভিশনের জন্য সময় নষ্ট করব না। আমি আপ্রাণ চেষ্টা করব মাধ্যমিকে ভাল ফল করে বিদ্যালয়ের ও পরিবারের সুনাম বজায় রাখতে। পাশাপাশি অঙ্গীকারপত্রে সাক্ষী হিসাবে পড়ুয়াদের অভিভাবকদেরও স্বাক্ষর করিয়ে নেওয়া হচ্ছে।

স্কুলের প্রধান শিক্ষক সুব্রত সাহা বলেন, করোনা আবহে দীর্ঘদিন পড়ুয়ারা মূল ছন্দ থেকে বিছিন্ন ছিল। তার ফলে পড়ুয়াদের ভীষণভাবে ক্ষতি হয়েছে। তিনি জানান, শুধুমাত্র করোনা পরিস্থিতির মধ্যে পড়ুয়াদের স্মার্টফোনে আসক্তি বহুগুণ বেড়েছে। এটা ভীষণ ক্ষতিকারক হয়ে উঠেছে।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version