Friday, November 28, 2025

আগামী ২০৩০ এর মধ্যেই মহানগরীতে চলবে বৈদ্যুতিক গাড়ি : পরিবহণমন্ত্রী

Date:

Share post:

রাজ্য জুড়ে বাড়ছে দূষণ, কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। এবার দূষণের পাশাপাশি জ্বালানির ক্রমবর্ধমান দামের থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ বৈদ্যুতিক গাড়ি (Electric Vehicle)। আগামী ২০৩০ সালের মধ্যে শহর কলকাতার বেশিরভাগ রাস্তাতেই ই- ভেহিকেল (E-Vehicle)চালানোর লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Transport Minister Snehasish Chakraborty)।

শুক্রবার কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে তিন দিনের বৈদ্যুতিক গাড়ি প্রদর্শনীর উদ্বোধন করে রাজ্যের পরিবহন মন্ত্রী বলেন, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের ফলে এক দিকে যেমন পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচানো সম্ভব হবে, অন্যদিকে তেলের খরচ নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির রক্ষণাবেক্ষণের খরচও অনেকটাই কম হবে। রাজ্যে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়াতে নগরোন্নয়ন দফতর, বিদ্যুৎ দফতর ও পরিবহন দফতর একযোগে কাজ করবে বলে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)জানান।তিনি বলেন ইতিমধ্যে শহর শহর তলীতে এই গাড়ির জন্য ১০০০ চার্জিং সেন্টার তৈরি করা হচ্ছে । শিল্পমন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)জানান, শুধু এদেশে বা এ রাজ্যে নয়, সমগ্র পৃথিবীতেই ভেহিকেল এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের কথা মাথায় রেখে এবং তেলের আকাশ ছোঁয়া দাম থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে বৈদ্যুতিক যান কার্যকরী ভূমিকা নেবে। এদিন অনুষ্ঠান শেষে ই- ভেহিকেল চালান রাজ্যের পরিবহনমন্ত্রী নিজেই।

অন্যদিকে আগামী ১১ ডিসেম্বর, রবিবার টেট পরীক্ষা(Primary TET Exam 2022)। রাজ্যব্যাপী এই পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনায় নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে শিক্ষা সংসদ এবং নবান্নের তরফে। এই পরিস্থিতিতে যাত্রীসংখ্যা সামলাতে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দফতর(WB Transport Department)। এমনকি, বেশকিছু ক্ষেত্রে বাসচালকদের ছুটিও বাতিল করা হয়েছে। এছাড়া পরিস্থিতির ওপর নজর রাখতে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলার পরামর্শ দিয়েছে পরিবহন দফতর।

 

spot_img

Related articles

এসআইআরের চাপে হার্ট অ্যাটাক, কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র 

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও এক। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে এবার হার্ট...

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...

বেড়াতে গিয়ে সিনেমার মতো চুপিচুপি বিয়ে তনুশ্রীর 

রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে...

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...