বিশ্বকাপের পরেই মেসির সঙ্গে বসবে পিএসজি

সম্প্রতি একটি সূত্র থেকে জানা যায় যে মেসি হয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যেতে পারেন।

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। এই মুহূর্তে ফুটবল যুদ্ধে মেতে গোটা বিশ্ব। আর এরই মাঝে লিওনেল মেসির পিএসজি-র ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন পিএসজির সভাপতি নাসের আল খেলাফি। তিনি বলেন, বিশ্বকাপের পর ক্লাব মেসিকে নিয়ে সিদ্ধান্ত নেবে।

এক সাক্ষাৎকারে পিএসজির সভাপতি নাসের আল খেলাফিকে যখন জিজ্ঞেস করা হয় যে তারা কি মেসিকে ধরে রাখছেন? এই নিয়ে তিনি বলেন, “অবশ্যই। মেসি এই মরশুম অসাধারণ খেলেছেন আমাদের হয়ে। উনি প্রচুর গোল করেছেন এবং করিয়েছেন দেশ আর ক্লাবের হয়ে। তাই আমারা উভয় পক্ষে ঠিক করেছি বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরে আমরা বসব। আমরা দুজনেই একে অপরের উপর খুব সন্তুষ্ট রয়েছি।”

সম্প্রতি একটি সূত্র থেকে জানা যায় যে মেসি হয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যেতে পারেন। এমনকি ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামও জানিয়েছিলেন যে তিনি মেসিকে মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে দেখতে চান।

Previous article৫ বছরে মোদির বিদেশ সফরে খরচ চোখ কপালে তুলবে, শুধু আমেরিকাতেই ২৩কোটি!
Next articleআগামী ২০৩০ এর মধ্যেই মহানগরীতে চলবে বৈদ্যুতিক গাড়ি : পরিবহণমন্ত্রী