Monday, November 10, 2025

হাওয়া অফিস বলছে শুক্রবার মরসুমের শীতলতম দিন, কিন্তু বিক্ষোভের আঁচে গনগনে কলকাতা মেডিক্যাল কলেজ (Calcutta Medical College)চত্বর। ছাত্র নির্বাচনের দাবি তুলে এবার আমরণ অনশনে (Hunger Strike) বসেছেন ডাক্তারি পড়ুয়ারা (Medical Student)। আজ দ্বিতীয় দিন। সোমবার থেকে বিক্ষোভ শুরু হয়েছিল। তাঁরা অধ্যক্ষ (Principal) সহ অন্যান্য আধিকারিকদের ঘেরাও করেন। পড়ুয়ারা অধ্যক্ষের অফিসের মেঝেতে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। অবশেষে ৩৪ ঘণ্টা পর মঙ্গলবার মধ্যরাতে তাঁরা ঘেরাও তুলে নেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষকে ছাত্র সংসদ নির্বাচনের (Students Union Election)জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন পড়ুয়ারা (Students)। তাঁদের দাবি ছিল, বুধবার দুটোর মধ্যে ছাত্র সংসদ নির্বাচন (Student Union Election)নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কর্তৃপক্ষকে। কিন্তু সেইসময় অধ্যক্ষের ঘরে কাউকে দেখতে না পেয়ে নিজেদের অনশনের সিদ্ধান্ত জানান পড়ুয়ারা। সেইমতো বৃহস্পতিবার থেকেই আমরণ অনশনে বসেছেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা (Calcutta Medical College Students)।

বৃহস্পতিবার বেলা সওয়া ১১টা নাগাদ এমবিবিএসের চূড়ান্ত বর্ষের ছাত্র রণবীর সরকারের নেতৃত্বে আরও চার জন প্রিন্সিপালের অফিস লাগোয়া বারান্দায় অনশন শুরু করেন। অনশনকারীদের ব্যানারে লেখা ছিল, তাঁদের স্বাস্থ্যের কোনও ক্ষতি হলে তার দায় কলেজের অধ্যক্ষ ও কর্তৃপক্ষের। অনশন মঞ্চেই বইপত্র নিয়ে পড়াশোনা করতে দেখা গিয়েছে ওই পাঁচ জনকে। অনিকেত-সহ সকলেরই বক্তব্য, রোগী, নার্স, চিকিৎসক— কারও সঙ্গেই তাঁদের কোনও বিবাদ নেই। কিন্তু কলেজ কর্তৃপক্ষ দাবি মানছেন না। বুধবার আলোচনা করতে গেলেও অধ্যক্ষ চলে গিয়েছিলেন বলে অভিযোগ তাঁদের। যদিও গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস (Indranil Biswas), সুপার অঞ্জন অধিকারী-সহ শিক্ষক-চিকিৎসকেরা অনশন মঞ্চে গিয়ে কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। কিন্তু তাতে সায় দেননি বিক্ষোভকারীরা বলে জানা যাচ্ছে।

 

Related articles

যন্তরমন্তরে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ! তদন্তে দিল্লি পুলিশ

সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর...

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...
Exit mobile version