Wednesday, August 27, 2025

বিরোধীদের আপত্তি উপেক্ষা করে রাজ্যসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল

Date:

বিরোধীদের আপত্তি উপেক্ষা করে রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বিল। রাজস্থানের বিজেপি সাংসদ কিরোডিলাল মিনা প্রাইভেট মেম্বার বিল হিসাবে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি ২০২০ বিলটি পেশের পরই বিরোধীরা আপত্তি তোলেন।

শুরু হয় হট্টগোল। তারমধ্যেই ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে বিলটি। বিরোধীরা বিলটিকে আটকে দেওয়ার আবেদন জানিয়েছিলেন চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে। কংগ্রেস, তৃণমূল, সিপিএম, সিপিআইয়ের মতো দলের সাংসদরা সমস্বরে বলতে থাকেন, এই বিল ভারতের গণতান্ত্রিক এবং সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করবে।
এই বিলে একটি প্যানেল তৈরির কথা বলা আছে। যাতে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা যায়। এই বিলে বলা আছে, ব্যক্তিগত সম্পত্তিতে সবার সমান অধিকার। ধর্মভেদে তা আলাদা হবে না। তৃণমূল, সিপিএম, কংগ্রেস সহ বিরোধীদের বক্তব্য, এই বিল আইনে পরিণত হলে দেশের সামাজিক মর্যাদা ও বৈচিত্রের মধ্যে ঐক্যের ধারণা নষ্ট হবে।

এরপরেই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, অধিবেশনে এটা নিয়ে আলোচনা হোক। তারপরই চেয়ারম্যান জগদীপ ধনখড় ধ্বনি ভোট করান। তাতে বিলের পক্ষে ৬৩ জনের সমর্থন আসে, বিপক্ষে ২৩। পাশ হয়ে যায় বিলটি।

আরও পড়ুনঃ বিজেপি তৃণমূলকে ভয় পাচ্ছে, সাকেতকে গ্রেফতারিতে তা ষ্পষ্ট : কুণাল

এদিকে, বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব অভিন্ন দেওয়ানি বিধি দেশজুড়ে চালু করা নিয়ে আলোচনার প্রস্তাব দিয়ে জিরো আওয়ার নোটিস দিয়েছেন।

Related articles

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...

চাহিদা অনুযায়ী বিদ্যুৎ-সংযোগ নিন: পুজো উদ্যোক্তাদের পরামর্শ অরূপের, খুলল কন্ট্রোল রুম

পুজোর সময় পুলিশ-প্রশাসনের পাশাপাশি দিনরাত সজাগ থাকে বিদ্যুৎ দফতর। উৎসবের দিনে ছুটি না নিয়েই কাজ করেন দফতরের কর্মীরা।...
Exit mobile version