Saturday, November 15, 2025

ইতিহাস গড়লেন ইশান, একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করলেন তিনি

Date:

খায়রুল আলম, ঢাকা: আজ বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। দু’ম‍্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। এই ম‍্যাচ হোয়াইটওয়াশ থেকে বাঁচার ম‍্যাচ। আর সেই লক্ষ‍্যেই এদিন চট্টগ্রামে খেলতে নামে ঈশান কিষান, বিরাট কোহলিরা। প্রথমে ব‍্যাট করে তুললেন পাহাড় প্রমাণ রান। ৫০ ওভারে করলে ৪০৯ রান। সৌজন্যে ইশান কিষান এবং বিরাট কোহলি।

আঙুলের চোটের কারণে তৃতীয় একদিনের ম‍্যাচ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। রোহিত শর্মার জায়গায় খেলতে নেমেই বাজিমাত। সুযোগটা কাজে লাগালেন তিনি। অবশ্য ম্যাচ শুরু হওয়ার আগে কে ভেবেছিল ব্যাট হাতে এমন তান্ডব চালাবেন ঈশান কিষান। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানদের দিশেহারা করে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিলেন ভারতের এই ওপেনার। গড়েছেন অনন্য এক বিশ্ব রেকর্ড। ১২৬ বলে তার গড়া এই কীর্তি ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি। এর আগে অনন্য এই রেকর্ড ছিল ক্রিস গেইলের দখলে। ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা। এছাড়া ওয়ানডে ইতিহাসের কনিষ্ঠতম ডাবল সেঞ্চুরির রেকর্ডটাও এখন ঈশানের দখলে। মাত্র ২৪ বছর বয়সেই এ কীর্তি গড়লেন তিনি। ওয়ানডে ইতিহাসের নবম ব্যাটার হিসেবে এমন কৃতী গড়লেন ভারতীয় এই ক্রিকেটার। ডাবল সেঞ্চুরি করতে ব্যাটার খেলেছেন মাত্র ১২৬ বল।

দিনের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ধাক্কা খায় ভারত। ৩রানে আউট হন শিখর ধাওয়ান। এরপর অবশ্য বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রীতিমত লিটন দাসের দলকে চাপে রাখে ভারতীয় এই দুই ব্যাটার। ৮৫ বলে সেঞ্চুরি তুলেন। অন্যপ্রান্তে বিরাট কোহলি ওয়ানডে ক্যারিয়ারের আরেকটি শতক হাঁকিয়েছেন। ১১৩ রান করেন তিনি। এই শতরানের ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ৭২তম শতরান করে ফেললেন তিনি। টপকে গেলেন রিকি পন্টিংকে। বিরাটের সামনে এখন শুধুই সচিন তেন্ডুলকর। একই সঙ্গে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে হাজার রানও করে ফেললেন বিরাট। ভারতের প্রথম ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন তিনি। শেষ দুই ম্যাচে ব্যাট হাতে রানের খরায় ভুগতে থাকা এই ব্যাটার সাগরিকার বুকে পেলেন দারুণ এক শতকের দেখা।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version