Monday, May 5, 2025

জমি নিয়ে অশান্তির জের! আর সেই অশান্তিতে প্রাণ গেল মায়ের। বেসবলের ব্যাট দিয়ে মাথায় মেরে বলিউড অভিনেত্রী বীণা কাপুরকে খুনের অভিযোগ উঠল তাঁরই ছেলের বিরুদ্ধে। বহু জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। ঘটনায় বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৪ বছর। ইতিমধ্যে মাকে খুনের অভিযোগে ছেলে সচিন কাপুর ও বাড়ির এক কাজের লোককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর দুই ছেলে। বড় ছেলে থাকেন আমেরিকায় আর ছোট ছেলে মায়ের সঙ্গে জুহুর বাড়িতেই থাকতেন। ১২ কোটি টাকার একটি জমিকে কেন্দ্র করে ছেলে সচিন ও মা বীণার মধ্যে বেশকিছু দিন ধরেই অশান্তি চলছিল। আর সেই অশান্তির রেশ ধরেই রেগে গিয়ে বীণার মাথায় বেসবলের ব্যাট দিয়ে লাগাতার আঘাত করেন ছোট ছেলে সচিন। আর বিষয়টি ধামাচাপা দিতেই জুহুর বাড়ি থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে মাথেরনের জঙ্গলে ফেলে দিয়ে আসেন। এদিকে পুলিশি জেরারমুখে মাকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন সচিন। বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন অভিনেত্রী বীণা কাপুর। পরে তাঁর অ্যাপার্টমেন্টের সোসাইটির সিকিউরিটি সুপারভাইজার গত মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই ঘটনার তদন্ত শুরু করে জুহু পুলিশ।

তবে প্রথমে পুলিশি জেরার সচিন কিছু বলতে না চাইলেও পরে ভেঙে পড়েন তিনি। পুলিশের কাছে সবকিছু স্বীকার করে নেয় সে। তবে শুধু সচিনই নন, বাড়ির এক কাজের লোককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইপিসি-র ৩০২, ২০১ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

 

Related articles

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...
Exit mobile version