Wednesday, November 12, 2025

ম‍্যাচ হেরে কান্নায় ভেঙে পড়েন, সাংবাদিক সম্মেলনে এসে কী বললেন নেইমার?

Date:

২০২২ কাতার বিশ্বকাপে নামার আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ২০২২ বিশ্বকাপেই শেষ বার নামতে চলেছেন তিনি। এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন নেইমার জুনিয়র। তাই এই বিশ্বকাপে নিজের অধরা স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন তিনি। হাতে পেতে চেয়েছিলেন সোনার বিশ্বকাপ। কিন্তু শুক্রবার ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে সে স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়েছে পিএসজির তারকা ফুটবলারের। ম‍‍্যাচ শেষে তাইতো বললেন, গোটা বিষয়টি কেমন দুঃস্বপ্নের মতন মনে হচ্ছে।

ম‍্যাচ শেষে নেইমার বলেন,”গোটা বিষয়টি কেমন দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। এখনও বুঝতে পারছি না কী হয়ে গেল। হারের ক্ষতটা দীর্ঘদিন থেকে যাবে। এটা ফুটবল। এখানে এগুলো হতেই পারে। বাড়ি ফিরে কাঁদব। দুঃখটা ভুলতে অনেকদিন সময় লাগবে। আমার মনে হয়, জাতীয় দলে খেলার ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। বলছি না আর খেলবই না। তবে এটাও ঠিক, দলে অনেক নতুন ছেলে চলে এসেছে। আমায় ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।”

বিশ্বকাপ খেলতে আসার আগে এক সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন কাতার বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ। এই নিয়ে নেইমার এক সাক্ষাৎকারে বলেন,” কাতারে আমি শেষ বিশ্বকাপ মনে করেই খেলব। আমি এই নিয়ে বাবার সঙ্গে কথা বলব। আমাদের সবসময় ফুটবল নিয়ে কথা হয়। আমি প্রতিটি ম্যাচই শেষ ম্যাচ মনে করে খেলব। কারণ কেউ জানে না কাল কী হবে। আমি পরের বিশ্বকাপে খেলব কিনা, সে ব্যাপারে কোনও নিশ্চিয়তা দিতে পারছি না। আমি সত্যিই জানি না। হয়তো খেলতে পারি, আবার নাও পারি। আমাদের কোচ বদলে যাবে বিশ্বকাপের পর। আমি জানি না নতুন যিনি আসবেন, তিনি আমাকে পছন্দ করবেন কিনা! আশা করি শেষটা ভালো ভাবেই করব। ”


 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version