Monday, May 5, 2025

জমি নিয়ে অশান্তির জের! আর সেই অশান্তিতে প্রাণ গেল মায়ের। বেসবলের ব্যাট দিয়ে মাথায় মেরে বলিউড অভিনেত্রী বীণা কাপুরকে খুনের অভিযোগ উঠল তাঁরই ছেলের বিরুদ্ধে। বহু জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। ঘটনায় বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৪ বছর। ইতিমধ্যে মাকে খুনের অভিযোগে ছেলে সচিন কাপুর ও বাড়ির এক কাজের লোককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর দুই ছেলে। বড় ছেলে থাকেন আমেরিকায় আর ছোট ছেলে মায়ের সঙ্গে জুহুর বাড়িতেই থাকতেন। ১২ কোটি টাকার একটি জমিকে কেন্দ্র করে ছেলে সচিন ও মা বীণার মধ্যে বেশকিছু দিন ধরেই অশান্তি চলছিল। আর সেই অশান্তির রেশ ধরেই রেগে গিয়ে বীণার মাথায় বেসবলের ব্যাট দিয়ে লাগাতার আঘাত করেন ছোট ছেলে সচিন। আর বিষয়টি ধামাচাপা দিতেই জুহুর বাড়ি থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে মাথেরনের জঙ্গলে ফেলে দিয়ে আসেন। এদিকে পুলিশি জেরারমুখে মাকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন সচিন। বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন অভিনেত্রী বীণা কাপুর। পরে তাঁর অ্যাপার্টমেন্টের সোসাইটির সিকিউরিটি সুপারভাইজার গত মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই ঘটনার তদন্ত শুরু করে জুহু পুলিশ।

তবে প্রথমে পুলিশি জেরার সচিন কিছু বলতে না চাইলেও পরে ভেঙে পড়েন তিনি। পুলিশের কাছে সবকিছু স্বীকার করে নেয় সে। তবে শুধু সচিনই নন, বাড়ির এক কাজের লোককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইপিসি-র ৩০২, ২০১ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

 

Related articles

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা, দ্রুত সত্য সামনে আসবে: মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা হয়েছে মুর্শিদাবাদে (Murshibad)। ধর্মীয় নেতা সেজে অনেকে ঘুরে বেড়িয়েছেন। উস্কানি দিয়েছেন। সোমবার, মুর্শিদাবাদ পৌঁছে...

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সহ অধিনায়ক হবেন না জসপ্রীত বুমরাহ

আগামী ২০ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) যাত্রা শুরু করবে ভারত। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট...

ভার্চুয়াল শুনানিতেই গ্রেফতার! জেলবন্দি অবস্থায় ‘হত্যায়’ আবার জেলে চিন্ময়কৃষ্ণ দাস

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের যে কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে দেবেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Mohammed Yunus),...

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version