Friday, December 19, 2025

সোনাচূড়ায় কুণালের চাটাই বৈঠকে জনজোয়ার, সুপার ফ্লপ শুভেন্দুর সভা

Date:

Share post:

নন্দীগ্রামের সোনাচূড়ায় তৃণমূলের চাটাই বৈঠক কার্যত জনসভায় পরিণত হল।বরং বলা চলে এদিন শুভেন্দুকে বলে বলে দশ গোল দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।কারণ তৃণমূলের চাটাই বৈঠকে যখন জনজোয়ার, তখন গোকুলনগরে শুভেন্দু অধিকারীর ফ্লপ সভায় হাতেগোনা মানুষ। এমনকী, শুভেন্দুর সভায় বাইরে থেকে লোক এনে দলের লোক বলে দেখানো হল। সেইসময় তৃণমূলের বৈঠকে কুণাল ঘোষের পাশে বসে দলে যোগ দেওয়া জয়দেব দাস সবাইকে দেখিয়ে বলে দিলেন, সবাই আমরা তৃণমূলে চলে এসেছি। বাইরের লোক এনে আমেদের লোক বলে চালানো হচ্ছে।

রবিবারের চাটাই বৈঠকে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যে বৈঠকের প্রাক্কালে মহিলাদের সঙ্গে আলাদা করে কথা বলেন কুণাল ঘোষ। মহিলারা সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা সঠিকভাবে পাচ্ছেন কিনা সেই বিষয়ে তিনি খোঁজখবর নেন। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী এমন লক্ষ্মীর ভান্ডার এমন নানান প্রকল্পের সুবিধা সঠিক ভাবে মহিলাদের কাছে পৌঁছচ্ছে কিনা সে কথা তিনি উপস্থিত মহিলাদের কাছে জানতে চান।

‘চলো গ্রামে যাই’ কর্মসূচিতে আবাস যোজনার বাড়ি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পঞ্চায়েতের আগে এই নিয়ে কড়া দল। এদিনের চাটাই বৈঠকেও  পঞ্চায়েত ভোটের আগে দলের কর্মীদের সতর্ক করে দেন কুণাল। তৃণমূল মুখপাত্র কুণাল বলেন, “দলের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এই ব্যাপারে৷ জনপ্রতিনিধি হিসাবে আপনার সাথে দেখা করতে অনেক মানুষ আসবে। তাদের সুবিধা-অসুবিধা দেখা অবশ্যই আপনার কাজ। কিন্তু প্রশাসনের সিদ্ধান্তই চূড়ান্ত। তাদের কাজের ব্যাপারে নাক গলানো যাবে না। অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতে পারেন। কিন্তু পাইয়ে দেওয়ার কাজ করা যাবে না। প্রশাসনের বেশ কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম মেনেই তারা এগোচ্ছে। সমীক্ষা করছেন তারা৷ ফলে তাদের কাজে বাধা দেওয়া। তাদের সমস্যায় ফেলা যাবে না। প্রশাসনিক সিদ্ধান্ত চূড়ান্ত।

শুভেন্দুকে এক হাত নিয়ে কুণাল রবিবার বলেন, ডিসেম্বরে চোর ধরা পড়বে বলেছে। আর আজকে শ্যামল আদক ধরা পড়েছে। কার লোক ? শুভেন্দুj লোক।উপস্থিত কর্মী সমর্থকদের কুণাল বলেন, যে হা যারা তৃণমূল করেন তাদের বাড়িতে অবশ্যই যাবেন। কিন্তু যারা তৃণমূল করেন না তাদের বাড়িতে বেশি করে যাবেন। তাদের মা-বোনদের জিজ্ঞেস করবেন যে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা তারা পাচ্ছেন কিনা। কুণালের ডিসেম্বরে বিয়ে বাড়ি ছাড়া তো আর কোন তারিখ দেখতে পাচ্ছি না।এবার বিরোধী দলনেতার ডিসেম্বর ডেডলাইনের পাল্টা জানুয়ারি ডেডলাইন তুলে ধরে রাজনীতির উত্তাপ বাড়ান কুণাল ঘোষ। শুভেন্দু যেমন তাঁর হুঁশিয়ারির কারণ খোলসা করেননি, তেমনি কুণালও ২ জানুয়ারি দিনটিকে কেন গুরুত্বপূর্ণ বলছেন সেটা ব্যাখ্যা করেননি।

বরং তিনি বলেন, মানসিক রোগী হয়ে গেছে শুভেন্দু।শ্যামল আদকের জেরার ভিত্তিতে শুভেন্দুকে গ্রেফতার করতে পবে। হিন্দু ভোট মানে ওরা ধরেই নিয়েছে যে ওটা ওদের সম্পত্তি। এদিন মুসলিম ভাইদের প্রতিও তার সতর্কবাণী, ওদের প্ররোচনায় যাতে তারা পা না দেন।এদিনও তিনি ত্রিপুরায় বিজেপি থাকাকালীন ১০ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার প্রসঙাগ তুলে ধরেন।বলেন, শুধুই প্ররোচনা দেওয়া ছাড়া কোনও কাজ নেই বিজেপিৎ। ১০০ দিনের টাকা তো কেন্দ্র দিচ্ছে না। যাদের টাকা আটকে যে তারা ব রং শান্তিকুঞ্জে যান। শুভেন্দুর অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে আসুন।ব্যক্তি আক্রমণ, কুৎসা এগুলো বন্ধ করুন বিজেপি নেতারা।  মমতাদির স্নেহ মমতাকে পিছন থেকে ছুরি মেরেছে শুভেন্দু। হিন্দু-মুসলমানের তাস খেলে কোনও লাভ নেই।নন্দীগ্রামের মানুষ যথেষ্ট ঐক্যবদ্ধ।

বৈঠক শেষে বিকালে নন্দীগ্রামে সিবিআই মামলায় ফেরার আবু তাহেরের অসুস্থ মাকে দেখতে তার বাড়িতে যান কুণাল ঘোষ। তাঁর সঙ্গে কথা বলেন। তাঁকে অভয় দেন কুণাল।

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...