Thursday, December 25, 2025

শুরু হল বহু প্রতীক্ষিত টেট

Date:

Share post:

অবশেষে শুরু হল বহু প্রতীক্ষিত টেট। ৫ বছর পর আজ, রবিবার দুপুর ১২টা থেকে রাজ্যে শুরু হয়েছে প্রাথমিকের টেট। পরীক্ষা স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করানোর জন্য তৎপর পর্ষদ। সেইমতো সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলিতে চলছে কড়া পুলিশি নজরদারি। প্রাথমিক শিক্ষকের ১১ হাজার শূন্যপদের জন্য আজ পরীক্ষা দিচ্ছেন ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী। এক হাজার ৪৬০টি পরীক্ষাকেন্দ্রে চলছে পরীক্ষা।

আরও পড়ুন:টেট পরীক্ষা শুরুর আগেই রাজ্যজুড়ে মোতায়েন অতিরিক্ত পুলিশবাহিনী

পরীক্ষা দিতে যাতে কোনওরকম অসুবিধার সৃষ্টি না হয় সেই কারণে রবিবার সকাল থেকেই চালু করা হয়েছে কন্ট্রোল রুম। নিরাপত্তার ফস্কা গেরো থেকে বাঁচতে পর্ষদের কন্ট্রোল রুম থেকে ওএমআর থেকে পরীক্ষা সমস্ত কিছুর উপর চলছে নজরদারি। পরীক্ষায় টুকলি রুখতে একাধিক জেলায় পরীক্ষা চলাকালীন তিন ঘণ্টার জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা। প্রশাসন সূত্রে খবর, মালদা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরে রবিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট।

সুষ্ঠুভাবে পরীক্ষার জন্য প্রত্যেক কেন্দ্রের গেটে বসেছে মেটাল ডিরেক্টর। মোবাইল, ইয়ারফোন, মাইক্রোফোন, ব্লু টুথ জাতীয় জিনিস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না কেউ। এমনকি ঘড়ি বা গয়না পরতেও পারবে না কোনও পরীক্ষার্থীরা। একটি বিজ্ঞপ্তিতে পর্ষদের তরফে প্রত্যেক ২৫ পরীক্ষার্থীদের জন্য একজন পরীক্ষক থাকবেন। সেক্ষেত্রে কোনও পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটরের ঘাটতি থাকলে শীঘ্রই সংশ্লিষ্ট DI-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।

প্রতিটি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন অন্তত এক জন করে ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক। কেন্দ্রের বাইরে জমায়েত আটকাতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।কোনওরকম সমস্যায় পড়লে ৬২৯২২৭৮৪৩৮ নম্বরে হোয়াটসঅ্যাপ করে পর্ষদকে জানানো যাবে।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...