Tuesday, August 26, 2025

বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই পর্তুগালের কোচকে একহাত নিলেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনার

Date:

শনিবার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে যায় পর্তুগিজরা। আর এই হারের ফলে বিশ্বকাপ হাতে নেওয়ার স্বপ্ন চুরমার হয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। মরক্কো ম‍্যাচে হারের পর চোখের জলে মাঠ ছাড়েন সিআরসেভেন। আর এরপরই আবার বিষ্ফো*রক রোনাল্ডোর বান্ধবী জর্জিনা। প্রি-কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রথম একাদশে রোনাল্ডোকে না রাখায় কোচ ফের্নান্দো স্যান্টোসের সমালোচনা করেছিলেন জর্জিনা। আর এবার বিশ্বকাপ থেকে ছিটকে জেতেই আবারও সোশ্যাল মিডিয়া সরব হলেন তিনি।

পর্তুগাল বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই জর্জিনা সোশ্যাল মিডিয়ায় লেখেন,” তোমার বন্ধু ও কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, যাকে তুমি এত সম্মান করো। সেই বন্ধু, যে শেষ পর্যন্ত তোমাকে মাঠে নামাল। তারপর দেখল সব কিছু কেমন বদলে গিয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।”

এরপর ফের্নান্দো স্যান্টোসের উদ্দেশ করে জর্জিনা লেখেন,” তুমি বিশ্বের সেরা ফুটবলারকে এভাবে অবহেলা করতে পারো না। তোমার দলের সেরা অস্ত্রকেই তুমি বসিয়ে রেখেছ। এটা ঠিক নয়। জীবন আমাদের শিক্ষা দেয়। আমরা হারিনি। আমরা শিখেছি।”

এর আগে প্রি-কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডোকে না খেলোনো নিয়ে তখন জর্জিনা লিখেছিল,” পর্তুগালকে অভিনন্দন। কিন্তু ১১ জন ফুটবলার যখন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য দাঁড়িয়ে, সেই সময় একজনকেই খুঁজছিল সকলে। এটা লজ্জার যে পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারের খেলা পুরো ৯০ মিনিট দেখতে পেল না কেউ। ভক্তরা তোমার জন্য চিৎকার করছিল। তারা দাবি জানাচ্ছিল তোমাকে দেখার। আশা করি ঈশ্বর এবং তোমার বন্ধু ফের্নান্দো এক হবে আর তোমাকে আবার খেলতে দেখব।”

আরও পড়ুন:দ্বিশতরান করেও আক্ষেপ যাচ্ছে না ঈশানের, দরন্ত ইনিংস দেখে ঈশানকে শুভেচ্ছা রোহিতের

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version