Thursday, August 21, 2025

রামপুরহাটে ধুন্ধুমার, ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল সিবিআই: বিস্ফোরক অভিযোগ লালনের স্ত্রীর

Date:

সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে বগটুই গণহত্যা কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা লালন শেখের। সেই ঘটনার জেরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে রামপুরহাট। ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বগটুই গ্রামের মানুষ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। এখনও বগটুই মোড়ে চলছে অবরোধ।এরই সঙ্গে লালন শেখের স্ত্রী রেশমা বিবি এদিন অভিযোগ করেন, সিবিআই ৫০ লক্ষ টাকা চেয়েছিল।বলেছিল, টাকা দিলেই কেসটা সেটেল হয়ে যাবে। আমরা গরীব মানুষ। বলেছিলাম এত ঠাকা কোথায় পাব ?তখন হুমকি দিয়ে বলেছিল, ১২ টার পর খেল দেখতে পাবি।মৃতের স্ত্রীর আরও অভিযোগ, লালন আত্মহত্যা করেনি। সিবিআই মেরে ঝুলিয়ে দিয়েছে।
গ্রামবাসীরা এদিন সকাল থেকে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিস ঘেরাও করেন। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত সিবিআই অফিসারদের গ্রেফতার করতে হবে। বিক্ষোভকারীরা গেট ভেঙে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে ঢোকার চেষ্টাও করেন। সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের বচসা হয়। অফিস চত্বরে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

গতকাল বিকেলে সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে লালন শেখের। তাকে খুন করেছে সিবিআই, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তার স্ত্রী রেশমা বিবি। রেশমার অভিযোগ, রামপুরহাটের বগটুই কাণ্ডে সিবিআইয়ের তিন তদন্তকারী আধিকারিক বিলাস মাহাতগড, ভাস্কর মণ্ডল ও রাহুল লালনকে খুন করেছেন।

তাঁর আরও দাবি, লালন শেখকে ছেড়ে দেওয়ার জন্য ফোনে ৫০ লক্ষ টাকা ঘুষ চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই তিন আধিকারিক। তাঁদের নাম উল্লেখ করে সোমবার রাতেই রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন রেশমা বিবি। ঘটনার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রামপুরহাটে। বগটুইয়ের পরিস্থিতিও বেশ থমথমে।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version