Tuesday, May 6, 2025

অনড় মেডিক্যাল কলেজের পড়ুয়ারা, অনশন না উঠলে বৈঠক নয় স্পষ্ট জানাল স্বাস্থ্যভবন

Date:

অনশন অব্যাহত মেডিক্যাল কলেজের পড়ুয়াদের। ছাত্র সংসদের নির্বাচন-সহ তিন দফা দাবি নিয়ে আন্দোলন চলছে পড়ুয়াদের। ইতিমধ্যেই পাঁচ পড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। অন্যদিকে মঙ্গলবার স্বাস্থ্যভবনের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কলেজ কাউন্সিল ও পড়ুয়াদের চার সদস্যের একটি দলের বৈঠকের কথা থাকলেও, তা কার্যত ভেস্তে গেল পড়ুয়াদের অনড় মনেভাবের জন্য।অনশন না তুললে কোনও বৈঠক নয়, সাফ জানিয়েছে স্বাস্থ্যভবন।

কলকাতা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ড. ইন্দ্রনীল বিশ্বাস সাফ জানিয়েছেন, এখনও বৈঠক হবে কি না স্পষ্ট নয়। কিন্তু অনন্তকাল এ জিনিস চলতে পারে না।জটিলতা কাটাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে মেডিক্যাল কলেজে গিয়েছিলেন খোদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সুপারের ঘরে বৈঠকও হয়েছিল, কিন্তু কোনও রফাসূত্র মেলেনি।

এরপরই সোমবার রাতেই প্রিন্সিপালকে ফোন করেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। পুরো বিষয়টির বিস্তারিত জানার চেষ্টা করেন তিনি। স্বাস্থ্যসচিব স্পষ্ট জানান, মন্ত্রীর সঙ্গেই যখন বৈঠকে রফাসূত্র মেলেনি, তাহলে আর স্বাস্থ্যভবনে বৈঠকে কী লাভ হবে? এরপরই তিনি আরও একবার স্পষ্ট করে দেন, অনশন না উঠলে কোনও বৈঠক নয়।

পড়ুয়াদের এই অনড় মনোভাব যে ভালচোখে দেখছে না স্বাস্থ্যভবন তা এই নির্দেশেই স্পষ্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রোগীদের স্বার্থের কথা মাথায় রেখে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে কোনও মিটিং, মিছিল বরদাস্ত করা হবে না। ফলে এদিন দুপুরে প্রস্তাবিত নাগরিক মিছিল হাসপাতালের বাইরে হতেই পারে। কিন্তু কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে নয়।

Related articles

কানাডায় প্রকাশ্যে মোদি-শাহর কুশপুতুল দাহ! কড়া বার্তা বিদেশমন্ত্রকের

কানাডায় খালিস্তানপন্থীদের ভারত-বিরোধী মিছিলের তীব্র নিন্দা বিশ্বের কোণায় কোণায়। টরন্টোয় (Toronto) খালিস্তানিপন্থীদের মিছিলে ট্রাকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও...

কাশ্মীরে শহিদ ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি, হিংসায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর

কাশ্মীরে শহিদ তেহট্টের জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারে পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জঙ্গিদের লড়াইয়ে শহিদ হয়েছিলেন...

১৪ দিন পার! পহেলগাম হামলায় ১৪ প্রশ্নের উত্তর কোথায়, কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর কেটে গিয়েছে ১৪ দিন। এখনও অধরা মাস্টারমাইন্ড আক্ষরিক অর্থেই কোনও জবাবই দিতে পারেনি কেন্দ্রের...

হিংসা নয়-শান্তি চাই, মৌলবাদীদের কথা শুনে ভাগাভাগি নয়: বার্তা মুখ্যমন্ত্রীর

হিংসা নয়, শান্তি চাই- মুর্শিদাবাদের (Murshidabad) হিংসার বিরোধিতায় স্লোগান তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje)। সোমবারের পরে মঙ্গলবারও...
Exit mobile version