Thursday, November 6, 2025

মুখরোর নিহতদের পরিবারকে ৫লক্ষ টাকা করে সাহায্য, মমতার সহমর্মিতায় আপ্লুত মেঘালয়

Date:

Share post:

মণীশ কীর্তনিয়া, মেঘালয়

অসম পুলিশের গুলিতে নিহত ৫ পরিবার ও দুই আহতের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, তিনদিনের সফরে শিলং (Shilong) পৌঁছেই তিনি জানান, অসম পুলিশের গুলিতে মৃতদের পরিবার পাশে দাঁড়াবেন। যেমন কথা তেমন কাজ। মঙ্গলবার শিলংয়ে কর্মিসভা শুরুর আগে স্বজনহারা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে হাতে সাহায্যের চেক তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাইন উড গেস্ট হাউসে পরিবার পিছু ৫ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। স্বজনহারা সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমবেদনা জানান তৃণমূল সুপ্রিমো। ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অসম-মেঘালয় সীমানা সমস্যার জেরে ২২ নভেম্বর অসম পুলিশের গুলিতে ৫ গ্রামবাসীর মৃ*ত্যু হয়। শিলংয়ে পা রেখেই এই বিষয়ে উষ্মা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। মানবিকতার স্বার্থে স্বজনহারা পরিবারগুলিকে আর্থিক সাহায্য করতে চান বলে জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে এত কাছ থেকে দেখে, তাঁর ব্যবহারে মুগ্ধ সাহায্যপ্রাপ্ত পরিবারগুলি।

এরপরে কর্মিসভায় মমতা প্রশ্ন তোলেন, “মুখরোই এত বড় ঘটনা ঘটল। মুখ্যমন্ত্রী কী করছিলেন? পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন? তাঁদের পরিবারে চাকরি দিয়েছেন? কিছুই করেননি।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের কোনও ঘটনা পশ্চিমবঙ্গে ঘটলে রাজ্য সরকার সেই পরিবারকে আর্থিক সাহায্যে দেওয়ার পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছাকে কুর্নিশ জানায় মেঘালয়।

spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...