Wednesday, December 24, 2025

মুখরোর নিহতদের পরিবারকে ৫লক্ষ টাকা করে সাহায্য, মমতার সহমর্মিতায় আপ্লুত মেঘালয়

Date:

Share post:

মণীশ কীর্তনিয়া, মেঘালয়

অসম পুলিশের গুলিতে নিহত ৫ পরিবার ও দুই আহতের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, তিনদিনের সফরে শিলং (Shilong) পৌঁছেই তিনি জানান, অসম পুলিশের গুলিতে মৃতদের পরিবার পাশে দাঁড়াবেন। যেমন কথা তেমন কাজ। মঙ্গলবার শিলংয়ে কর্মিসভা শুরুর আগে স্বজনহারা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে হাতে সাহায্যের চেক তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাইন উড গেস্ট হাউসে পরিবার পিছু ৫ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। স্বজনহারা সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমবেদনা জানান তৃণমূল সুপ্রিমো। ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অসম-মেঘালয় সীমানা সমস্যার জেরে ২২ নভেম্বর অসম পুলিশের গুলিতে ৫ গ্রামবাসীর মৃ*ত্যু হয়। শিলংয়ে পা রেখেই এই বিষয়ে উষ্মা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। মানবিকতার স্বার্থে স্বজনহারা পরিবারগুলিকে আর্থিক সাহায্য করতে চান বলে জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে এত কাছ থেকে দেখে, তাঁর ব্যবহারে মুগ্ধ সাহায্যপ্রাপ্ত পরিবারগুলি।

এরপরে কর্মিসভায় মমতা প্রশ্ন তোলেন, “মুখরোই এত বড় ঘটনা ঘটল। মুখ্যমন্ত্রী কী করছিলেন? পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন? তাঁদের পরিবারে চাকরি দিয়েছেন? কিছুই করেননি।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের কোনও ঘটনা পশ্চিমবঙ্গে ঘটলে রাজ্য সরকার সেই পরিবারকে আর্থিক সাহায্যে দেওয়ার পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছাকে কুর্নিশ জানায় মেঘালয়।

spot_img

Related articles

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...