Monday, August 25, 2025

বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রদের অসন্তোষ ক্রমশ উর্ধ্বমুখী।যার নিট ফল, বিক্ষোভকারী পড়ুয়াদের আক্রোশের মুখে পড়তে হচ্ছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। প্রায় ২০ দিন পর আজ নিজের বাসভবন থেকে বেরিয়ে অফিসে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে সেখানেও বিক্ষোভকারীদের রোষের মুখে পরেন তিনি। যদিও নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে থাকায় এযাত্রায় উপাচার্যকে নিরাপদে অফিস পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই উপাচার্যের বাড়ির সামনে জমায়েত হযতে থাকেন বিপুল সংখ্যক মানুষ। একদিকে নিরাপত্তা রক্ষীদের ভিড় অন্যদিকে বিক্ষোভকারী পড়ুয়াদের ভিড়। নিরাপত্তা রক্ষীরা রীতিমতো রাস্তার মধ্যে একে অপরের হাত ধরে চেন তৈরি করেন। আর তার মধ্যে থেকে উপাচার্যকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয়। এদিনও পড়ুয়াদের একাংশ সরব হয় উপাচার্যের বিরুদ্ধে। অবশেষে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয় উপাচার্যের বাসভবনের সামনে। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারী পড়ুয়ারা।

বিগত বেশ কিছুদিন ধরে উপাচার্যের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশ। এই বিক্ষোভ প্রদর্শন শুরু হয় উপাচার্যের কার্যালয় থেকেই। সেই দিন যদিও নিরাপত্তা রক্ষীদের সাহায্যে তিনি বাসভবনে এসে প্রবেশ করতে পেরেছিলেন কিন্তু তারপর আর সেখান থেকে বেরোতে পারেনি।
এর ফলে বিশ্বভারতীর প্রশাসনিক কাজে অসুবিধা হচ্ছিল বলে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।সোমবার বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল । যেখানে এই ছাত্র বিক্ষোভ এবং বিশ্বভারতীতে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতির তীব্র নিন্দা করেন তাঁরা। এরপর আজ মঙ্গলবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজের অফিসে যাোয়ার জন্য রওনা হতেই ফের রাস্তায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারী পড়ুয়ারা।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version