Thursday, December 11, 2025

বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রদের অসন্তোষ ক্রমশ উর্ধ্বমুখী।যার নিট ফল, বিক্ষোভকারী পড়ুয়াদের আক্রোশের মুখে পড়তে হচ্ছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। প্রায় ২০ দিন পর আজ নিজের বাসভবন থেকে বেরিয়ে অফিসে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে সেখানেও বিক্ষোভকারীদের রোষের মুখে পরেন তিনি। যদিও নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে থাকায় এযাত্রায় উপাচার্যকে নিরাপদে অফিস পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই উপাচার্যের বাড়ির সামনে জমায়েত হযতে থাকেন বিপুল সংখ্যক মানুষ। একদিকে নিরাপত্তা রক্ষীদের ভিড় অন্যদিকে বিক্ষোভকারী পড়ুয়াদের ভিড়। নিরাপত্তা রক্ষীরা রীতিমতো রাস্তার মধ্যে একে অপরের হাত ধরে চেন তৈরি করেন। আর তার মধ্যে থেকে উপাচার্যকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয়। এদিনও পড়ুয়াদের একাংশ সরব হয় উপাচার্যের বিরুদ্ধে। অবশেষে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয় উপাচার্যের বাসভবনের সামনে। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারী পড়ুয়ারা।

বিগত বেশ কিছুদিন ধরে উপাচার্যের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশ। এই বিক্ষোভ প্রদর্শন শুরু হয় উপাচার্যের কার্যালয় থেকেই। সেই দিন যদিও নিরাপত্তা রক্ষীদের সাহায্যে তিনি বাসভবনে এসে প্রবেশ করতে পেরেছিলেন কিন্তু তারপর আর সেখান থেকে বেরোতে পারেনি।
এর ফলে বিশ্বভারতীর প্রশাসনিক কাজে অসুবিধা হচ্ছিল বলে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।সোমবার বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল । যেখানে এই ছাত্র বিক্ষোভ এবং বিশ্বভারতীতে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতির তীব্র নিন্দা করেন তাঁরা। এরপর আজ মঙ্গলবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজের অফিসে যাোয়ার জন্য রওনা হতেই ফের রাস্তায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারী পড়ুয়ারা।

Related articles

পরিস্থিতির দোহাই: তাজপুর বন্দর থেকে সরে যাওয়া নিয়ে সৌগতকে বার্তা আদানির

শর্ত পূরণ না করায় রাজ্য সরকার তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরির প্রকল্প থেকে বাদ দিয়েছিল আদানি গোষ্ঠীকে। কিন্তু...

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণে জট! সব পক্ষকে ফের বৈঠকে বসার নির্দেশ হাই কোর্টের

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণের দীর্ঘস্থায়ী জট কাটাতে ফের বৈঠকে বসতে হবে রাজ্য, মেট্রোরেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব দফতরকে—এমনই নির্দেশ...

এক চোখে দুর্যোধন, অন্য চোখে দুঃশাসন! কৃষ্ণনগরের সভা থেকে শাহকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

নদিয়ার কৃষ্ণনগরে জনসভা থেকে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বিজেপি...

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন: আওয়ামি লীগকে ছাড়াই পড়শি দেশে ভোট!

নির্বাচন ঘোষণা করে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। চলতি ডিসেম্বরেই দামামা বেজে গেল সেই নির্বাচনের। ২০২২ সালে এরকমই একটি...
Exit mobile version