Sunday, November 9, 2025

স্কুল ছাত্রীর মুখে অ্যাসিড, মর্মান্তিক ঘটনা দিল্লির রাস্তায়

Date:

ফের অ্যাসিড হামলা (Acid attack)। এবার শিকার ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রী (School student)। দিল্লিতে (Delhi) প্রকাশ্য রাস্তায় অ্যাসিড ছুঁড়ে দেওয়া হল এক কিশোরীর মুখে। বুধবার (Wednesday) সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা (Dwarka) এলাকায়। অভিযোগ ওই কিশোরী রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই তার মুখে অ্যাসিড ছুঁড়ে দেয় দুই বাইক আরোহী। পুলিশ সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় কিশোরীকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। অবস্থা সংকটজনক।

মর্মান্তিক এই ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় (CCTV camera)। ভিডিওতে দেখা গেছে, দুই কিশোরী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখনই একটি বাইক গতি কমিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। বাইকে ছিল দুই যুবক। তাদের মধ্যে একজন হঠাৎই এক কিশোরীর দিকে একটি তরল পদার্থ ছুঁড়ে দেয়। সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে দৌড়াতে থাকে কিশোরীটি। সঙ্গে প্রচন্ড আর্তনাদ। দ্রুত বাইকের গতি বাড়িয়ে পালিয়ে যায় অভিযুক্ত বাইক আরোহীরা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই বাইক আরোহীকেই চিহ্নিত করেছে কিশোরী। ইতিমধ্যেই আটক করা হয়েছে একজনকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। অন্য অভিযুক্তকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

ঘটনার ভয়াবহতায় বিধ্বস্ত কিশোরীর বাবা। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর মেয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে। কিছুটা এসে লেগেছে চোখেও। অবস্থা সংকটজনক। তিনি বলেন, “আমার দুই মেয়ে। এক জনের বয়স ১৭ এবং অন্য জনের ১৩। বুধবার সকালে তারা একসঙ্গে বাইরে যায়। হঠাৎ দুই বাইক আরোহী আমার বড় মেয়ের দিকে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। ‌হামলাকারীরা নিজেদের মুখ ঢেকে রেখেছিল।”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version