নীতিশ কুমার সরকারের আমলে বহু বছর বিহারে বন্ধ মদের কারবার। আইন করে মদ নিষিদ্ধ করা হয়েছে বিহারে। তারপরও বেআইনি মদের কারবারের রমরমা রাজ্যজুড়ে। এবং অনেক ক্ষেত্রেই সেই মদ পান করে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
ফের একবার বিহারে বিষ মদ পান করে মৃত্যুর ঘটনা। সরণ জেলার ছাপড়ায় বিষ মদ পান করে মৃত্যু হয়েছে ৯ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।দোলিয়া গ্রামের ইসুয়াপুর থানা ও ইয়াদু মোড়ের মশরক থানা এলাকায় ঘটেছে ঘটনাটি।
জানা গিয়েছে, মশরক থানা এলাকায় প্রথমে বিষ মদ পানের জন্য তিনজনের মৃত্যু হয়। পরে দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি চারজন ব্যক্তি যারা ওই একই কারণে মারা গিয়েছেন তাঁরা দোলিয়া গ্রামের বাসিন্দা। সকলের পরিবারের সদস্যদের দাবি, বিষমদ সেবনের জন্য মৃত্যু হয়েছে। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
কিন্তু কেন মদ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বিহারে এই ঘটনা বারবার ঘটছে? তা নিয়ে আজ, বুধবার বিহারের বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করেন বিরোধী দলের বিধায়করা। বিধানসভার মধ্যেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী।