Monday, May 5, 2025

উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে চাপে বাংলা। প্রথম ইনিংসে উত্তরপ্রদেশের ১৯৮ রানের জবাবে বুধবার খেলার দ্বিতীয় দিন বাংলার প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৬৯ রানে। ২৯ রানের লিড পায় করণ শর্মার দল। এর পর উত্তরপ্রদেশের দ্বিতীয় ইনিংসে শুরুতেই ধাক্কা দেন বাংলার বোলাররা। ঈশান পোড়েল (২ উইকেট), আকাশদীপ সিং (১) এবং সায়নশেখর মণ্ডল (১ উইকেট) দ্রুত তুলে নেন বিপক্ষের ৪ উইকেট। কিন্তু সেখান থেকে উত্তরপ্রদেশকে লড়াইয়ে রেখেছেন দুই ব্যাটার রিঙ্কু সিং এবং আকাশদীপ নাথ। দু’জনের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে উঠেছে ৮২ রান। কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু ৪৪ রানে অপরাজিত। আকাশদীপ ৪৭ রানে ক্রিজে। দিনের শেষে ৪ উইকেটে ১২২ রান উত্তরপ্রদেশের। এগিয়ে ১৫১ রানে।

এর আগে প্রথম দিনের ৪ উইকেটে ২৯ রান নিয়ে খেলা শুরু করে বাংলা। নিয়মিত ব্যবধানে উইকেট হারায় বঙ্গ ব্রিগেড। প্রীতম চক্রবর্তী (১২), সায়নশেখর মণ্ডল (২১) দ্রুত আউট হয়ে ফেরেন। ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলা। কিন্তু অভিষেক পোড়েল (৩৩), অধিনায়ক মনোজ তিওয়ারি (২৩), শাহবাজ আহমেদ (২১) লড়াই করে দলের রান বাড়াতে সাহায্য করেন। তিনজন ফেরার পর বাংলাকে দেড়শো রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন আকাশদীপ সিং। ডান হাতি পেসার ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন।

 

Related articles

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...
Exit mobile version