Friday, November 7, 2025

শুভেন্দুর ‘ডিসেম্বর ধামাকা’, আরও কি মর্মান্তিক কিছু আছে? তোপ দাগলেন অভিষেক

Date:

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) কম্বল বিতরণ অনুষ্ঠানে চরম অব্যবস্থা এবং বিশৃঙ্খলায় পরিণতিতে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন এক শিশু-সহ ৩জন। আহত অন্তত ৮। বুধবার সন্ধেয় আসানসোল (Asansol) উত্তর থানা এলাকার এই অনুষ্ঠানের কোনও অনুমতি ছিল না বলে জানিয়েছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনা নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করে টুইট (Tweet) করলেন তৃণমূলে (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। শুভেন্দুর ‘ডিসেম্বর ধামাকা’ নিয়ে তীব্র কটাক্ষ করেন অভিষেক।

নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক লেখেন,
“শুভেন্দু আমাদের ১২, ১৪ ও ২১ তারিখ ‘ডিসেম্বর ধামাকা’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এটি এইভাবে হয়েছে:
•১২ ডিসেম্বর – সিবিআই হেফাজতে লালন শেখকে মৃত অবস্থায় পাওয়া গেল।
• ১৪ ডিসেম্বর- আসানসোলে তাঁর তৈরি বিশৃঙ্খলার কারণে ৩জন নিরাপরাধ মানুষ প্রাণ হারালেন।
• ২১ ডিসেম্বরের জন্য আরও কী মর্মান্তিক কিছু আছে?”

আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের ওই অনুষ্ঠান বিজেপি (BJP) কাউন্সিলর জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারির উদ্যোগে হয়। ছোট্ট মাঠে ৫ হাজার জনকে কম্বল বিতরণ করা হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়। ফলে উপচে পড়ে ভিড়। বিপত্তির শুরু সেখানেই। এই ঘটনার জন্য শুভেন্দুকে সরাসরি দায়ী করেছে তৃণমূল। অল্প জায়গায় লোভ দেখিয়ে প্রচুর গরিব নিরীহ নিরপরাধ মানুষকে টেনে আনার ফলেই এই মর্মান্তিক কাণ্ড বলে অভিযোগ। পুলিশের অনুমতি থাকলে সেখানে পুলিশকর্মীরা থাকতেন। ফলে এমন দুর্ঘটনা এড়ানো যেত বলেই মনে করছেন অনেকে। আর এর সঙ্গে যোগ হয়েছে, শুভেন্দু অধিকারীর দেওয়া ‘ডিসেম্বর ধামাকা’ আর বিভিন্ন তারিখের নিদান। তাঁর দেওয়া দুটো তারিখেই পরপর মৃত্যুর ঘটনা ঘটল। এই বিষয় নিয়েই তাঁর বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। তবে বিজেপি নেতৃত্ব এই বিষয়টা নিয়ে মুখে কুলুপ এঁটেছে।

আরও পড়ুন- নবম-দশমের OMR শিট বিকৃতির মামলায় CBI-এর সঙ্গে তদন্ত করবে ED: বিচারপতি গঙ্গোপাধ্যায়

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version