Friday, August 22, 2025

বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স, সেমিফাইনালে মরক্কোকে হারাল ২-০ গোলে

Date:

বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স। সেমিফাইনালে মরক্কোকে হারাল ২-০ গোলে। ফ্রান্সের হয়ে গোল দুটি করেন হার্নান্দেজ এবং মুয়ানি। ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ আর্জেন্তিনা।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম‍্যাচে শুরু থেকেই গোলের জন‍্য ঝাঁপায় ফ্রান্স। যার ফলে ম‍্যাচের পাঁচ মিনিটে এগিয়ে যায় দিদিয়ের দেশঁ-এর দল। ফ্রান্সকে গোল করে ১-০ এগিয়ে দেন হার্নান্দেজ। এবারের বিশ্বকাপে এই ম্যাচের আগে পর্যন্ত বিপক্ষের কোনও ফুটবলার মরক্কোর জালে বল জড়াতে পারেননি। সেই নজির ভেঙে গেল বুধবার রাতেই। এরপর পাল্টা আক্রমণে যায় মরক্কো। ১০ মিনিটের মাথাতেই সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল মরক্কো। বক্সের বাইরে ডান দিক থেকে শট করেছিলেন আজ এদ্দিন ঔনাহি। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে হাত ঠেকিয়ে কোনও মতে বাঁচান ফ্রান্স গোলরক্ষক লরিস। ১৭ মিনিটের মাথায় ব্যবধান বাড়ানোর সুযোগ আসে ফ্রান্সের সামনে। মাঝমাঠ থেকে বল ভেসে এসেছিল জিরুর উদ্দেশে। তিনি কিছুটা এগিয়ে গিয়ে বাঁ পায়ে জোরালো শট মারেন। পোস্টে লেগে তা মাঠের বাইরে চলে যায়। এরপর ফের আক্রমণ ঝাঁপায় মরক্কো। ৪৪ মিনিটের মাথায় গোলের সুযোগ এসেছিল তাদের সামনে। কিন্তু সেই সুযোগ নষ্ট করেন তারা। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

দ্বিতীয়ার্ধে ফ্রান্সকে চেপে ধরে মরক্কো। একাধিকবার আক্রমণে ঝাঁপায় তারা। কিন্তু ফ্রান্সের ডিফেন্স ভাঙতে ব‍্যর্থ হন এন নেসিরি, ঔনাহিরা। পাল্টা আক্রমনে ঝাঁপায় দিদিয়ের দেশঁ-এর দল। যার ফলে ম‍্যাচের ৭৯ মিনিটে গোল পেয়ে যায় ফ্রান্স। ফ্রান্সকে এগিয়ে দেন পরিবর্তে নামা মুয়ানি। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি ফ্রান্স। যার ফলে ম‍্যাচ শেষ হয় ২-০ গোলে।


Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version