Monday, November 3, 2025

পুলিশের গলায় হাত ঢুকিয়ে ঘুষের টাকা বের করলেন ভিজিল্যান্স অফিসার! তাজ্জব নেটিজেনরা

Date:

ঘুষ (Bribe) নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন ভিজিল্যান্স অফিসারদের (Vigilance Officers) কাছে। এরপর চাকরি যাওয়ার ভয়ে ঘুষের টাকা মুখে পুরে গিলে নেওয়ার চেষ্টা করলেন পুলিশ আধিকারিক। তবে ভিজিল্যান্স অফিসাররা দ্রুত মুখে হাত ঢুকিয়ে তা আটকে দিলেন। ঘটনাটি হরিয়ানার (Haryana) ফরিদাবাদের (Faridabad)। ঘটনার ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় (Social media)। সাব-ইন্সপেক্টর (Sub inspector) পদের ওই পুলিশ আধিকারিকের এমন ঘটনায় তাজ্জব নেটিজেনরা (Netizen)।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম মহেন্দ্র উলা (Mahendra Ula)। তিনি হরিয়ানা পুলিশ বিভাগের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত। অভিযোগ, একটি মোষ চুরির মামলায় মামলাকারীর থেকে ঘুষ নিচ্ছিলেন তিনি। মোষ মালিককে মহেন্দ্র বলেছিলেন, ১০ হাজার টাকা উপরি দিলে তবেই মামলার তদন্ত শুরু হবে। মোষ মালিক ভিজিল্যান্স অফিসারদের জানিয়েছেন, প্রথম দফায় তিনি ওই পুলিশ আধিকারিককে ৬০০০ টাকা দেন। দ্বিতীয় দফায় বাকি টাকা তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই মত বদল করেন। সরাসরি অভিযোগ জানান ভিজিল্যান্স অফিসে। এরপরেই অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে ধরতে ফাঁদ পাতে হরিয়ানা প্রশাসন। ঘুষের বাকি টাকা দেওয়ার টোপ দিয়ে তাঁকে ডেকে আনেন মোষ মালিক। উপস্থিত ছিলেন ভিজিল্যান্স অফিসার। এরপর ঘুষ নেওয়ার সময়ই হাতেনাতে ধরা হয় মহেন্দ্র উলাকে।

হকচকিয়ে যান সাব-ইন্সপেক্টর। এরপরই চাকরি হারানোর ভয়ে হাতে থাকা চার হাজার টাকা গিলে নেওয়ার চেষ্টা করেন তিনি। যদিও তা আটকে দেন অফিসাররা। এরপর দুই ভিজিল্যান্স অফিসার মুখে আঙুল ঢুকিয়ে বের করে নেন গিলে নেওয়া টাকা।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version