Monday, November 10, 2025

ফাঁস লেগেই মৃ*ত্যু হয়েছে লালনের, বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

Date:

লালন শেখের রহস্যমৃত্যুর আসল কারণ কী? মঙ্গলবার চার সদস্যের মেডিক্যাল টিম গঠন করে হয় মৃতদেহের ময়নাতদন্ত। বুধবার পাওয়া রিপোর্টের ভিত্তিতে জানা গেছে ফাঁস লেগেই মৃত্যু হয়েছে লালনের। বুধবার ময়নাতদন্তের পর তাঁর দেহ তুলে দেওয়া হয় লালনের পরিবারের হাতে।

আরও পড়ুন:লালনকাণ্ডে আধিকারিকদের বিরুদ্ধে FIR খারিজের আবেদন করে হাই কোর্টের দ্বারস্থ CBI

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, লালনের মৃত্যু হয়েছে হ্যাঙ্গিং বা ঝুলন্ত অবস্থায় থাকার কারণে। পাশাপাশি দেহের বাইরের অংশে আঘাতের চিহ্ন তেমন মেলেনি। ফলে প্রাথমিক ভাবে ঝোলার ফলে ফাঁস লেগেই লালনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার রামপুরহাট হাসপাতালে দুপুর সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত দু’ঘণ্টা ধরে চলে লালনের দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া। গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও করা হয়। ময়নাতদন্ত করেন ৪ চিকিৎসকের দল। সেই রিপোর্ট তুলে দেওয়া হবে ম্যাজিস্ট্রেটের হাতে।

প্রসঙ্গত, গত সোমবার বিকালে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরের শৌচাগারে লালনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সিবিআই দাবি করে, ‘আত্মহত্যা’ করেছেন লালন। যদিও পরিবারের দাবি, লালনকে ‘খুন’ করেছে সিবিআই। এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, সিবিআই একে আত্মহত্যা বলে দাবি করলেও তাদের হেফাজতে কী ভাবে একজন আত্মহত্যা করতে পারেন? তাঁর কাছে লাল গামছাই বা কোথা থেকে এল? বিশেষজ্ঞদের প্রশ্ন, সিবিআইয়ের কড়া পাহাড়া এঁড়িয়ে কীভাবে ‘আত্মহত্যা’ করল লালন? আর এ নিয়ে শুরু হয়েছে নয়া তদন্ত । ইতিমধ্যেই লালনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত করবে সিআইডি।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version