Thursday, November 13, 2025

বৃহস্পতিবার আইএসএলে জয়ের হ্যাটট্রিকের পর পয়েন্ট নষ্ট মোহনবাগানের। কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি-র সঙ্গে অ্যাওয়ে ম্যাচ গোলশূন্য ড্র করল জুয়ান ফেরান্দোর দল। স্প্যানিশ কোচের ভুল স্ট্র্যাটেজি এবং সুযোগ নষ্টের খেসারত দিল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের শেষ লগ্নে ফাঁকা গোলের সামনে ওড়িশার ওসামা মালিকের হেড গোলরক্ষক বিশাল কাইথ দুর্দান্ত দক্ষতায় না বাঁচালে এক পয়েন্ট নিয়েও মাঠ ছাড়া সম্ভব হত না মোহনবাগানের পক্ষে। ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তিন নম্বরেই থাকল সবুজ-মেরুন। ওড়িশা ১৯ পয়েন্ট নিয়ে উঠে এল চার নম্বরে।

হুগো বৌমোসকে বেঞ্চে রেখে তিন বিদেশি নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন বাগানের স্প্যানিশ কোচ। জুয়ানের এই ভুলের খেসারত দিতে হয়েছে দলকে। রক্ষণে হ্যামিল ফিরলেও সবুজ-মেরুনের রক্ষণকে এদিন বেশ নড়বড়ে দেখিয়েছে। লেফট ব্যাকে শুভাশিস বোস ছন্দে ছিলেন না। তাঁর দিক থেকেই বার বার মোহনবাগান রক্ষণে আক্রমণ শানিয়ে গিয়েছে ওড়িশা। দলের রাইট ব্যাক নরেন্দ্র গেহলট ওভারল্যাপে উঠে কখনও হেডে, কখনও দূরপাল্লার শটে সবুজ-মেরুন রক্ষণের পরীক্ষা নিয়েছেন। উল্টোদিকে, মোহনবাগান প্রথমার্ধে আধিপত্য নিয়ে খেলেও অ্যাটাকিং থার্ডে গিয়ে আটকে গিয়েছে। লিস্টন কোলাসো এদিনও ফিনিশিংয়ে দূর্বলতা দেখিয়েছেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফারদিন আলি মোল্লাকে তুলে কিয়ান নাসিরিকে নামান মোহনবাগান কোচ। অন্যদিকে, আপফ্রন্টে পেদ্রোর পরিবর্তে দিয়েগো মরিসিওর পাশে স্প্যানিশ স্ট্রাইকার ভিক্টর রডরিগেজকে নামিয়ে গোল পেতে মরিয়া হয় ওড়িশা। ওড়িশার আক্রমণে ঝাঁঝ বাড়ে। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বাগান রক্ষণ। এর পরই প্ল্যান ‘বি’ প্রয়োগ করে ৮০ মিনিটে লিস্টন, আশিস রাইকে তুলে বৌমোস এবং হামতেকে মাঠে নামান জুয়ান। কিন্তু গোলের দেখা পায়নি মোহনবাগান। বরং দ্বিতীয়ার্ধ জুড়ে দাপট দেখিয়েছে ওড়িশা।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version