Thursday, May 22, 2025

১০০ দিনের কাজের টাকা বকেয়া: কেন্দ্রের বিরোধিতায় সংসদে তৃণমূলের পাশে কংগ্রেস

Date:

দীর্ঘ দিন ধরে কেন্দ্রের(Central) তরফে আটকে রাখা হয়েছে রাজ্যের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকা(MANREGA)। এই টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে সংসদে একযোগে সরব হল তৃণমূল(TMC) ও কংগ্রেস(Congress)। বুধবার লোকসভায় এই ইস্যুতে সরব হন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। দাবি তোলেন অবিলম্বে বাংলার বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একশো দিনের কাজের টাকা প্রসঙ্গে বলেন, “বাংলা থেকে অনেক সদস্যই অভিযোগ করেছেন যে, আমরা তাঁদের বিল আটকে রেখেছি। পশ্চিমবঙ্গের মনরেগা তহবিল ২০২২-এর মার্চ থেকে আটকে রয়েছে। কারণ, বিভিন্ন জনের কাছ থেকে এ বিষয়ে অভিযোগ জমা পড়েছে। মনরেগা আইন অনুযায়ী, কেন্দ্র সরকারের কাছে অভিযোগ জমা পড়লে তা ততদিন আটকে রাখা হবে যতদিন না সংশ্লিষ্ট রাজ্যের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা পাওয়া যায়।” এরপর বক্তব্য রাখতে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এই বিষয়ে সমস্ত কিছু নিয়ে রাজ্য-কেন্দ্র আলোচনা হয়েছে। নির্মলা সুদীপের বাদানুবাদের মাঝে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী উঠে দাঁড়িয়ে অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবেই কেন্দ্র বাংলার প্রাপ‌্য অর্থ আটকে রেখেছে।

উল্লেখ্য, কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা সরকারের দিকে নিশানা সাধার জন্য ২২টি বিষয় ঠিক করেছে। তৃণমূলের তরফ থেকে পাঁচটি বিষয়ের উপর বিশেষ জোর দেওয়া হবে, যার মধ্যে বাংলার আর্থিক বঞ্চনা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার ও মেঘালয় রয়েছে। প্রতিটি দলেরই নিজস্ব বিষয় থাকলেও একে অন্যের বিষয়ে সমর্থন করবে বলেও ঠিক হয়েছে। সেইমতোই এদিন বাংলার প্রাপ্যর বিষয়ে সুদীপের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে অধীরকে।

Related articles

কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

পহেলগাম সন্ত্রাস হামলার পরবর্তী সময়ে কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছাল উপত্যকায়। সীমান্তবর্তী...

পরিযায়ী শ্রমিকদের প্রতি বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

বাংলার বিভিন্ন শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। বাংলায় ফিরে এলে তাদের যাতে কোনওরকম...

শিক্ষকদের মতো আচরণ করুন! আন্দোলনকারী শিক্ষকদের বললেন বিচারপতি

বিকাশ ভবনে অবস্থানকারী শিক্ষকদের মুখ পুড়ল হাইকোর্টে। বুধবার একটি মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট বার্তা দিয়ে বলেন,...

শুরু হচ্ছে ডিজিটাল ব্যবস্থা! রাজ্য সরকারি কর্মীদের বেতন-পেনশন বিল এবার অনলাইনেই

রাজ্য সরকারি কর্মীদের বেতন, বকেয়া ও মাসিক পেনশন বিল জমার প্রক্রিয়ায় আসছে বড়সড় পরিবর্তন। এবার থেকে এইসব বিল...
Exit mobile version