Sunday, August 24, 2025

বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স, সেমিফাইনালে মরক্কোকে হারাল ২-০ গোলে

Date:

বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স। সেমিফাইনালে মরক্কোকে হারাল ২-০ গোলে। ফ্রান্সের হয়ে গোল দুটি করেন হার্নান্দেজ এবং মুয়ানি। ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ আর্জেন্তিনা।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম‍্যাচে শুরু থেকেই গোলের জন‍্য ঝাঁপায় ফ্রান্স। যার ফলে ম‍্যাচের পাঁচ মিনিটে এগিয়ে যায় দিদিয়ের দেশঁ-এর দল। ফ্রান্সকে গোল করে ১-০ এগিয়ে দেন হার্নান্দেজ। এবারের বিশ্বকাপে এই ম্যাচের আগে পর্যন্ত বিপক্ষের কোনও ফুটবলার মরক্কোর জালে বল জড়াতে পারেননি। সেই নজির ভেঙে গেল বুধবার রাতেই। এরপর পাল্টা আক্রমণে যায় মরক্কো। ১০ মিনিটের মাথাতেই সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল মরক্কো। বক্সের বাইরে ডান দিক থেকে শট করেছিলেন আজ এদ্দিন ঔনাহি। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে হাত ঠেকিয়ে কোনও মতে বাঁচান ফ্রান্স গোলরক্ষক লরিস। ১৭ মিনিটের মাথায় ব্যবধান বাড়ানোর সুযোগ আসে ফ্রান্সের সামনে। মাঝমাঠ থেকে বল ভেসে এসেছিল জিরুর উদ্দেশে। তিনি কিছুটা এগিয়ে গিয়ে বাঁ পায়ে জোরালো শট মারেন। পোস্টে লেগে তা মাঠের বাইরে চলে যায়। এরপর ফের আক্রমণ ঝাঁপায় মরক্কো। ৪৪ মিনিটের মাথায় গোলের সুযোগ এসেছিল তাদের সামনে। কিন্তু সেই সুযোগ নষ্ট করেন তারা। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০।

দ্বিতীয়ার্ধে ফ্রান্সকে চেপে ধরে মরক্কো। একাধিকবার আক্রমণে ঝাঁপায় তারা। কিন্তু ফ্রান্সের ডিফেন্স ভাঙতে ব‍্যর্থ হন এন নেসিরি, ঔনাহিরা। পাল্টা আক্রমনে ঝাঁপায় দিদিয়ের দেশঁ-এর দল। যার ফলে ম‍্যাচের ৭৯ মিনিটে গোল পেয়ে যায় ফ্রান্স। ফ্রান্সকে এগিয়ে দেন পরিবর্তে নামা মুয়ানি। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি ফ্রান্স। যার ফলে ম‍্যাচ শেষ হয় ২-০ গোলে।


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version